কলকাতা: প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযানের পর গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে বেরন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অফিসাররা৷ শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গার্ডেনরিচ-সহ কলকাতার মোট ছ’টি জায়গায় হানা দিয়েছিল ইডি। তার পর থেকে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার নগদ ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। বাড়ির পাশাপাশি তাঁর নিউটাউনের অফিস থেকেও কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এমনটাই ইডি সূত্রে খবর৷
আরও পড়ুন- বাগুইআটি-কাণ্ডের ছায়া বীরভূমে, অপহরণ করে খুন, জঙ্গল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ
জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার সময় আমির খানের বাড়িতে পৌঁছয় ইডি আধিকারিকরা৷ তিন ঘণ্টার মাথায় চাকা উদ্ধার হয়৷ এর থেকেই শুরু হয় টাকা গোনার কাজ৷ সাহায্য নেওয়া হয় ব্যাঙ্ককর্মীদের। পাশাপাশি, ওই বাড়িতে আরও টাকা রয়েছে কি না, তা জানাতে তল্লাশি চালিয়ে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও নোট গোনার কাজ চলতেই থাকে। শেষ পর্যন্ত জানা যায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।
আমিরের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য ১০টি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল৷ সেই ট্রাঙ্ক ভরে নগদ টাকা তোলা হয়েছে আমিরের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাকে। টাকা উদ্ধারের পর আমিরের বাড়ির লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই বিপুল পরিমাণ টাকা কী ভাবে এল, তা এখনও জানা যায়নি৷ শুরু হয়েছে তদন্ত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>