শৌভিক কি নিখোঁজ? ইডির চাপে পুত্রকে নিয়ে অস্বস্তি বাড়ছে মানিকের

শৌভিক কি নিখোঁজ? ইডির চাপে পুত্রকে নিয়ে অস্বস্তি বাড়ছে মানিকের

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত। কিন্তু তাঁর পরিবারের দিকেও নজর আছে গোয়েন্দা সংস্থাগুলির। আগে তদন্তের প্রয়োজনে একাধিকবার তলব করা হয়েছিল মানিক-পুত্র শৌভিককে। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। এবার জানা গেল, মানিক ভট্টাচার্যের পুত্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই স্বাভাবিকভাবে অস্বস্তি বাড়ল মানিক ভট্টাচার্যের।

আরও পড়ুন- ‘সিবিআই-ইডি-র অত্যাচারে তাপস পাল তো মারাই গেলেন!’, পার্থর জামিন প্রসঙ্গে বিস্ফোরক দেবাংশু

 শৌভিক ভট্টাচার্য কি নিখোঁজ? স্পষ্টত এই কথা এখনও বলা না গেলেও ইডি আগেই জানিয়েছিল যে শৌভিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করার উপক্রম নিয়েছে তারা যাতে তিনি অন্যত্র চলে যেতে না পারেন, কিংবা গা ঢাকা দিতে না পারেন। অনেক আগেই ইডি আদালতে পেশ করা চার্জশিটে দাবি করেছে, শৌভিক ভট্টাচার্য বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নিতেন। এছাড়া মানিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও প্রচুর টাকার হদিশ মেলে।