‘সময়মতো সঠিক তথ্য’ দেব, এই প্রথম তদন্তে সহযোগিতার ইঙ্গিত পার্থর

‘সময়মতো সঠিক তথ্য’ দেব, এই প্রথম তদন্তে সহযোগিতার ইঙ্গিত পার্থর

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ যে কোনও প্রশ্নের প্রেক্ষিতে তাঁর জবাব ছিল ‘জানি না’, ‘বলতে পারব না’ আর ‘মনে করতে পারছি না’৷ কিন্তু মঙ্গলবার প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী জানিয়েছেন  তিনি তদন্তে সহযোগিতা করতে চান। সময়মতো তিনি সমস্ত তথ্য তদন্তকারীদের সামনে তুলে ধরবনে৷ 

আরও পড়ুন- একই পরিবারে ১০ জনের চাকরি? প্রশ্ন শুনেই তেড়েফুঁড়ে উঠলেন পার্থের প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী

ইডি সূত্রে আরও দাবি, এ দিন পার্থকে জিজ্ঞাসা করা হয়েছিল স্কুলে নিয়োগের জন্য কার কার কাছ থেকে সুপারিশ পেয়েছিলেন তিনি? সংক্ষিপ্ত জবাবে মন্ত্রী জানান, ‘‘সর্বস্তর থেকে সুপারিশ আসত।’’ যদিও তাঁরা কারা,  সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি মন্ত্রী। তদন্তকারী অফিসারদের একাংশের মতে, শুক্রবার থেকে টানা ধকল চলছে। গ্রেফতার হওয়ার পর এসএসকেএম৷ তারপর আদালতের নির্দেশে সোমবার সকালে ভুবনেশ্বর-এইমসে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা৷ মঙ্গলবার সকালে ফেরে কলকাতা৷ এ বার কিছুটা বিশ্রামের পর হয়তো সমস্ত প্রশ্নের ‘সঠিক’ জবাব দেওয়ার ‘প্রতিশ্রুতি’ নিয়েছেন বলেই ইডি সূত্রে দাবি।  

অফিসারদের অপর একাংশের মতে, দল তাঁর পাশ থেকে সম্পূর্ণ সরে না গেলেও, পাশেও দাঁড়ায়নি৷ আর সেটা বুঝে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তার উপর এক বড় কেলেঙ্কারিতে ধরা পড়ার মানসিক যন্ত্রণা৷ সব মিলিয়েই সমস্ত তথ্য সময় মতো প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী৷