একই পরিবারে ১০ জনের চাকরি? প্রশ্ন শুনেই তেড়েফুঁড়ে উঠলেন পার্থের প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী

একই পরিবারে ১০ জনের চাকরি? প্রশ্ন শুনেই তেড়েফুঁড়ে উঠলেন পার্থের প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী

কলকাতা:  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ৷  টেট কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে তাঁর৷ অভিযোগ, একই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১০ জন চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষক পদে! টেট নিয়ে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সম্প্রতি কলকাতা হাই কোর্টে একটি হলফনামা দিয়ে এমনই তথ্য সামনে এনেছেন। ওই হলফনামায় দাবি করা হয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্য একই বছরে, একসঙ্গে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ  অস্বীকার করেছেন বিশ্বম্ভরের পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন- ফের একদিনে বাড়ল দৈনিক আক্রান্ত, বঙ্গের গ্রাফে চিন্তা

পার্থর প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভরের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রামে। পাশাপাশি হাওড়ার ব্রজনাথ লাহিড়ী লেনে একটি বহুতলে ফ্ল্যাটও রয়েছে তাঁর। সেখানেই পরিবার নিয়ে থাকেন তিনি। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকে কিছুটা সিঁটিয়ে রয়েছে তাঁর পরিবার। কোনও ভাবেই সংবাদমাধ্যমের সামনে আসচে চাননি বিশ্বম্ভরের স্ত্রী রিনা মণ্ডল৷ তবে একই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ১০ জনের চাকরি নিয়ে প্রশ্ন শুনে রীতিমতো ফুঁসে উঠছেন রীনা। তাঁর কথায়, ‘‘আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার। চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে।’’ একথা বলেই মুখের উপর ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেন তিনি।

বিশ্বম্ভরের ওই ফ্ল্যাটে পরিচারিকার কাজ করেন রমা দাস৷ তিনি জানিয়েছেন, রিনাও প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি সাঁতরাগাছির একটি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে চাকরি করেন।