কলকাতা: ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় তদন্তে নেমে আইনজীবী সঞ্জয় বসুর আলিপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আইনজীবীর বাড়িতে তল্লাশির ইস্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয় এবং তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার শীর্ষ আদালতে গেল ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার আবেদন শীর্ষ আদালত গ্রহণ করেছে এবং আগামী সপ্তাহেই এই শুনানি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে কালীঘাটের কাকু! জেরা চলছে সুজয়কৃষ্ণ ভদ্রকে
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয় বসুকে কোনও নোটিস দিতে পারা তো দূর, অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না ইডি। একই সঙ্গে তাঁর কোনও জিনিস বাজেয়াপ্ত করাও যাবে না। এও জানান হয়, সঞ্জয় বসুকে আগামী সোমবার পর্যন্ত ইডি দফতরে হাজিরা দিতে হবে না। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় বজায় রাখে কিনা সেটা দেখার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শান্তনুর সঙ্গে ভাইপো যোগ? Suvendu Adhikari on Bengal recruitment scam” width=”835″>
গত ১ মার্চ আইনজীবীর আলিপুরের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর সঞ্জয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছিল বলেও দাবি করেছিল ইডি। এরপর আইনজীবীকে তাঁদের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের জন্য দ্বারস্থ হন সঞ্জয় বসু।