২০০ জনের থেকে ১৬ কোটি টাকা নিয়েছেন কুন্তল! জুড়ছে এক মহিলার নাম

২০০ জনের থেকে ১৬ কোটি টাকা নিয়েছেন কুন্তল! জুড়ছে এক মহিলার নাম

ecba73cbeacb612577c3841a581427f2

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর একাধিক নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। গোয়েন্দা সংস্থা আগেই দাবি করেছিল যে, তাঁর থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং অনেক প্রভাবশালীদের কাছেও সেই টাকা গিয়েছে। এবার নিদিষ্টভাবে বড় দাবি করল ইডি। তাদের বক্তব্য, কমপক্ষে ২০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে এজেন্ট মারফত কোটি কোটি টাকা নিয়েছেন কুন্তল। মোট অঙ্কটা প্রায় ১৬ কোটি বলে দাবি। গোটা ঘটনায় আরও এক মহিলার নাম সামনে এসেছে। 

আরও পড়ুন- কোন জাদুতে ৪০ নম্বর বদলে গেল ১০-এ? গ্রুপ সি-র OMR শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি

শুক্রবার কুন্তল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে তদন্তকারী সংস্থার তরফে জানান হয়েছে, ১০ জন এজেন্টের বয়ান তারা নিয়েছেন এবং জানতে পেরেছেন যে কুন্তল অন্তত ২০০ জনের টাকা মোট ১৬ কোটি টাকা নিয়েছিল। তাদের অনুমান, এই টাকা থেকেই একটা মোটা অংশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও গিয়েছে। এদিকে জানা গিয়েছে, কুন্তলের ব্যাঙ্কের নথিপত্র যাচাই করে আরও এক নারীর সঙ্গে বিপুল অর্থ লেনদেনের হদিশ মিলেছে। ইডি এও দাবি করেছে, প্রার্থীদের থেকে কুন্তল এজেন্ট মারফৎ ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন। আর নতুনভাবে যে মহিলার তথ্য পাওয়া গিয়েছে তার সঙ্গে কুন্তলের ৫০ লক্ষ টাকা লেনদেন হয় বলেও দাবি।