২০১২-র টেটেও কি দুর্নীতি? অয়নকে জেরায় আরও ‘প্রভাবশালীদের’ নাম

২০১২-র টেটেও কি দুর্নীতি? অয়নকে জেরায় আরও ‘প্রভাবশালীদের’ নাম

কলকাতা: একটা একটা করে দিন এগোচ্ছে আর নতুন নতুন তথ্য সামনে আসছে নিয়োগ কাণ্ডে। সম্প্রতি গ্রেফতার হয়েছেন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তাঁকে ঘিরে এমন এমন তথ্য সামনে আনছে ইডি যা শুনে অবাক হতেই হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অয়নের বাড়ি থেকে পুরসভার পরীক্ষা সংক্রান্ত ওএমআর সিট, অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে। এছাড়া তাঁর ব্যাঙ্কের নথি ঘেঁটে প্রায় ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা সাদা করা হত অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। 

আরও পড়ুন-শান্তনু-ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে রিসর্টে ডেকে জিজ্ঞাসাবাদ, হাতে এল বহু নথি, প্রিন্টার আনল ইডি

কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছে, রাজ্যের অন্তত ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে অয়নের অফিস থেকে। তিনি একজন প্রমোটার, তাই এই নথি তাঁর কাছে থাকার কোনও প্রশ্নই ওঠে না। তাহলে কী ভাবে এইসব নথি তাঁর কাছে এল? ইডির দাবি, অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। তাই তাদের অনুমান, দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীলের দৃঢ় যোগ আছে।