বেপাত্তা মানিক, অপসারিত পর্ষদ সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ED

বেপাত্তা মানিক, অপসারিত পর্ষদ সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ED

d06b360b234f0ee35fadbbc12187fefa

কলকাতা:  বারবার তলব করেও সাড়া মেলেনি তাঁর৷ এর উপর বন্ধ করে রেখেছেন মোবাইল ফোন৷  লাগাতার তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে  কড়া পদক্ষেপ করতে চলেছে ইডি৷ তবে কি গ্রেফতারির পথে হাঁটবে কেন্দ্রীয় সংস্থার? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে৷ কারণ, ইডির শেষ তলবের পর দেড় সপ্তাহ কেটে গিয়েছে৷ কোনও ভাবেই হাজিরা দিচ্ছেন পর্ষদের অপসারিত সভাপতি৷ এই অবস্থায় আজও হাজিরা এড়ালে বিপদ বাড়তে পারে মানিকের৷ তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- কয়লা পাচার মামলা এবার খনি অঞ্চলের ১০ পুলিশ আধিকারিককে ভবানীভবনে তলব CID

কিন্তু, কোথায় গেলেন মানিক৷ তিনি এখন বেপাত্তা৷ গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া দেননি৷ এদিকে, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে সিডি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসে তদন্তকারী অফিসারদের। সেই বিষয়ে মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। তারপর ১৫ অগাস্ট ফের তাঁকে সমন পাঠানো হয়৷ কিন্তু সেই সমন এড়িয়ে যান মানিক। তারপর থেকেই  খোঁজ নেই প্রাক্তন পর্ষদ সভাপতির। বন্ধ করে রেখেছেন মোবাইল ফোন। তবে সূত্রের খবর, গত শুক্রবার বিধানসভায় দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে৷ 

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ফ্ল্যাট। সুবীরেশ বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। কিন্তু, তার আগে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন তিনি। সেই সূত্রেই গতকাল তাঁর ফ্ল্যাটে হানা দেয় সিবিআই৷ এদিকে, সিবিআই-এর টিম এখন রয়েছে কল্যাণীর বিএসএফ ক্যাম্পে৷ সেক্ষেত্রে তাঁরা মানিকের পলাশীপাড়ায় বাড়ি সিল করতে পারেন বলে মনে করা হচ্ছে৷