অবশেষে প্রতীক্ষার অবসান! আজ বিকেলেই হবে ভোট ঘোষণা

অবশেষে প্রতীক্ষার অবসান! আজ বিকেলেই হবে ভোট ঘোষণা

9156bdf73e43ade911f2d52d70f94b89

নয়াদিল্লি:  বেজে গিয়েছে ভোটের দামাম৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ ছিল শুধুই সময়ের অপেক্ষা৷ অবেশেষে প্রতীক্ষার অবসান৷  আজ বিকেলেই হবে ভোট ঘোষণা৷ শুক্রবার বিকেল সাড়ে চারটেয় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গ ছাড়াও তিনটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোট ঘোষণা করা হবে আজ৷  

আরও পড়ুন-  কয়লা কাণ্ডে কলকাতা সহ ১৪ জায়গায় একযোগে হানা-তল্লাশি CBI-ED-র

নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ  পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট ঘোষণা হবে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসমে। এই পাঁচ রাজ্যের ভোটের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি। তবে পাখির চোখ বাংলা৷ বাংলায় ভোটের উত্তাপ যে সবচেয়ে বেশি তা নিয়ে কোনও দ্বিমত নেই৷ এর আগে দিল্লিতে গিয়ে বাংলায় যত বেশি সম্ভব তত বেশি দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল বিজেপি নেতারা৷ বাংলায় ক’দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়েছে৷ আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যে ৮ দফা ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও অসম-এই চার রাজ্যে বিধানসভার মেয়াদ ফুরচ্ছে মে-জুন মাসে৷ 

বাংলায় ভোট হবে ২৯৪টি আসনে৷ মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে সাত-আট দফায় ভোট করাতে পারে নির্বাচন কমিশন৷ ২০১৬ সালে ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মোট রাজ্যে ৬ দফায় ভোট হয়েছিল বাংলায়৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলায় ৬ হাজার ৪০০টি স্পর্শকাতর বুথ রয়েছে৷ এই বার পোলিং স্টেশনের সংখ্যাও আগের তুলনায় বাড়ানো হয়েছে৷ ৭৮,৯০৩ থেকে পোলিং স্টেশনের সংখ্যা বেড়ে হয়েছে ১,০১,৭৯০টি৷ 

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছিল পোল প্যানেল৷ ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন নিজে দু’বার রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷ প্রতিটি রাজনৈতিক দল, কেন্দ্র, রাজ্যের এজেন্সি, আইএস এবং আইপিএস অফিসারদের সঙ্গে পৃথক পৃথক ভাবে বৈঠক করে পোল প্যানেল৷ জেলা শাসকদের সঙ্গে পৃথক ভাবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার৷ 

আরও পড়ুন- টলোমলো হাতে গোত্তা খাচ্ছে স্কুটি! তবুও অনড় মমতা!

এদিকে বাংলায় ক্ষমতা দখলে মরিয়া প্রচারে নেমেছে বিজেপি৷ অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে তীব্র লড়াই চালাচ্ছে তৃণমূল৷ তবে এই বার হাই ভোল্টেজ বঙ্গ বিধানসভা ভোটে যে চরম উত্তপ্ত হাওয়া বইবে, তা একপ্রকার নিশ্চিত৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *