ষষ্ঠ দফা শান্তিপূর্ণ হলেও উত্তপ্ত ছিল বাগদা-ব্যারাকপুর, কী ঘটেছে জানালেন আরিজ আফতাব

ষষ্ঠ দফা শান্তিপূর্ণ হলেও উত্তপ্ত ছিল বাগদা-ব্যারাকপুর, কী ঘটেছে জানালেন আরিজ আফতাব

কলকাতা:  চার জেলার ৪৩টি কেন্দ্রে সম্পন্ন হল ষষ্ঠ দফার নির্বাচন৷ ষষ্ঠ দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ আজ চার জেলায় মোট ভোটার ছিলেন ১ কোটি ৪০ লক্ষ ৯ হাজার ৯৪৮ জন৷ আজ মোট ৩০৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হয়৷ আজ সারাদিনে ১ হাজার ৯৯২টি অভিযোগ জমা পড়েছে বলে জানান আরিজ আফতাব৷ 

আরও পড়ুন- পুলিশের গুলি থেকে তৃণমূল-বিজেপি’র সংঘর্ষে সরগরম ষষ্ঠ দফা, তবে ভোট পড়ল ৭৯.০৯%

আজ শান্তিপূর্ণ হলেও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলেও জানান মুখ্য নির্বাচনী আধিকারিক৷ তিনি জানান, ব্যারাকপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে৷ আহত হয়েছেন তিনজন৷ গ্রেফতার করা হয়েছে ২ জনকে৷ বাগদায় সেক্টর অফিসে হামলার ঘটনা ঘটেছে৷ এই ঘটনার খবর পেয়েই বাগদা থানার ওসি ঘটনাস্থলে যান৷ সেখানে ২৫০ জন নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক ছিলেন৷ এই জমায়েত সরানোর চেষ্টা করেন ওসি৷ তাঁদের হামলায় আহত হন ওসি ও এক কনস্টেবল৷ তাঁরা বাগদা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এই ঘটনায় তিন রাউন্ড গুলি চলে৷ অভিযোগ ওসি ও কনস্টেবল এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে এই ঘটনায় বুদ্ধ সাঁতরা নামে ব্যক্তির হাতে গুলি লাগে। মৃত্যুঞ্জয় সাঁতরা নামে আর এক জন আহত হন। কিন্তু সে বিষয়ে তদন্ত চলছে। তিনি গুলির আঘাতেই জখম হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

এদেকে, এদিন নির্বাচনে হিংসা ছড়ানো ও ১৪৪ ধারা ভঙ্গের জন্য মোট ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ষষ্ঠ দফার নির্বাচনে হিংসা ছড়ানোর আশঙ্কায় আগে থেকেই ৩৯২ জনকে গ্রেপ্তার করা হয়৷ এছাড়াও ব্যারাকপুরের খড়দা থানার অন্তর্গত ১০৮ নম্বর বুথে বোমা ফেলার অভিযোগের দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে এখনো ঘটনাস্থলে উপস্থিত আছেন ডিসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twenty =