পুলিশের গুলি থেকে তৃণমূল-বিজেপি’র সংঘর্ষে সরগরম ষষ্ঠ দফা, তবে ভোট পড়ল ৭৯.০৯%

পুলিশের গুলি থেকে তৃণমূল-বিজেপি’র সংঘর্ষে সরগরম ষষ্ঠ দফা, তবে ভোট পড়ল ৭৯.০৯%

কলকাতা: করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই রাজ্যের চার জেলায় চলল ষষ্ঠ দফার ভোট গ্রহণ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থাকল বঙ্গবাসী৷ বিভন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ এরই মাঝে বিকেল ৫টা পর্যন্ত  ভোট পড়ল ৭৯.০৯ শতাংশ৷ ষষ্ঠ দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ 

আরও পড়ুন- করোনা বিধি উড়িয়ে প্রচার? ভোটের উৎসব শেষে কড়া পদক্ষেপ কমিশনের

বিকেল ৫টা পর্যন্ত আজ সবচেয়ে বেশি ভোট পড়েছে নদীয়ায়, ৮২.৬৭ শতাংশ৷ এর পরে রয়েছে পূর্ব বর্ধমান৷ এই জেলায় ভোটের হার ৮২.১৫ শতাংশ৷ এছাড়াও উত্তর দিনাজপুরে ৭৭.৭৬ শতাংশ এবং উত্তর ২৪ পরগণায় ৭৫.৯৪ শতাংশ ভোট পড়েছে৷ এদিকে, এদিন বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে বীজপুর৷ তৃণমূলের ক্যাম্প ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা৷ শুভ্রাংশু রায়ের উপস্থিতিতেই ঘটে গোটা ঘটনা৷ অন্যদিকে, বাগদায় রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে৷ গুলিবিদ্ধ হন তিনজন৷ পাশাপাশি চলে পুলিশের লাঠিচার্জ৷ 

এদিকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের টিটাগড়ে বোমা ফেটে এক শিশু সহ জখম হন ছয় জন৷ খড়দহতেও তৃণমূল-বিজেপি’র ব্যাপক সংঘর্ষ বাধে৷ মাথা ফাটানো হয় বিজেপি কর্মীর৷ ভোট উত্তেজনা ছড়ায় মঙ্গলকোটে৷ তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে৷ ভোটের সকালে উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগর৷ এখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে৷ তৃণমূলের দুই কর্মী গুলিতে জখম হয়েছে বলে অভিযোগ করেন তণমূল প্রার্থী৷ যদিও এই দাবি খারিজ করে দেয় কমিশন৷ পাশাপাশি ভাতারে ভোটারদের মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷  

অন্যদিকে, লাভপুরে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে৷ কৃষ্ণনগরে কৌশানিকে ঘিরে ওঠে জয় শ্রীরাম ধ্বনি৷  রাজ চক্রবর্তীকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান৷ আবার বর্ধমানের গলসিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ হালিশহরে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ৷ আবার কোনা কলোনি সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী মাধব দাসের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপি’র বিরুদ্ধে।  জগদ্দলের  কমলপুরে ৭০ নম্বর বুথে বিজেপি’র পোলিং এজেন্টকে বন্দুক দেখিয়ে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন- বেলাগাম করোনা, শুক্রবার বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের লিচুবাগান৷ বিজেপি’র ক্যাম্প অফিস ভাঙচুর ও এক বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আবার আমডাঙা থেকে উদ্ধার হয় প্রচুত তাজা বোমা৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ উত্তেজনা ছড়ায় চোপড়াতেও৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =