জ্বালানির মূল্যবৃদ্ধির জেরেই বাজারে আগুন, কলকাতার বাজার ঘুরে মনে করছে EB

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরেই বাজারে আগুন, কলকাতার বাজার ঘুরে মনে করছে EB

কলকাতা: লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে তৎপর  রাজ্য প্রশাসন। এদিন কলকাতার বিভিন্ন বাজারে চলল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অভিযান। শ্যামবাজার, শোভাবাজার, মানিকতলা সহ বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি বিদিশা কলিতা। খাদ্য সামগ্রী গুণমান যাচাই তো বটেই, পাশাপাশি খতিয়ে দেখা হয়েছে বিক্রয় মূল্যও।

আরও পড়ুন- BJP বিধায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কাঁথি কো-অপারেটিভ থেকে সরছেন শুভেন্দু ?

 এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসিইবি বিদিশা কলিতা বলেন, ‘‘ বাজারে মূলত সবজি ও ডিমের দাম বেড়েছে। এর অন্যতম কারণ হল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি৷ পাশাপাশি চাহিদার থেকে বাজারে যোগান কম রয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়াও এই মূল্যবৃদ্ধির একটা কারণ৷  এখন আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আশা করি দাম কিছুটা কমবে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে প্রতিনিয়ত সার্ভে করা হয়। বাজারগুলিতে যাতে বেআইনি কাজ না হয়, আমরা সেদিকে নজর রাখি৷’’

আরও পড়ুন- হিংসা নিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি! ‘বঙ্গভঙ্গ’, জ্বালানির দাম নিয়েও হুঙ্কার মমতার

সব বাজারেই মুরগি আর ডেমের দাম বাড়া নিয়ে বিদিশা বলেন, বৃষ্টি পড়লে প্রোডাকশনের একটু সমস্যা হয়৷ সেই সেঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবও পড়েছে৷ খুব বেশি দাম যাতে না বাড়ে সে দিকে নজর রাখা হচ্ছে৷ প্রসঙ্গত, শুধু মুরগি বা ডিম নয়, সবজি বাজারও রীতিমতো আগুন৷ বাজারের থলি হাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্ত মানুষকে৷ বহু মানুষই আছেন যাঁরা রোজ মাছ-মাংস কিনতে পারেন না৷ তাঁরা ডিমের উপর নির্ভরশীল৷ কিন্তু ডিমের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন তাঁরাও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =