হিংসা নিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি! ‘বঙ্গভঙ্গ’, জ্বালানির দাম নিয়েও হুঙ্কার মমতার

হিংসা নিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি! ‘বঙ্গভঙ্গ’, জ্বালানির দাম নিয়েও হুঙ্কার মমতার

কলকাতা: ভোট পরবর্তী হিংসার নিয়ে কুৎসা রটানো হচ্ছে। নির্বাচনী মধ্যেই তাদের অনেক কর্মী মারা গিয়েছেন। বিজেপি IT সেলের লোকেরা সোশ্যাল নেটওয়ার্কে কুৎসা করে বেড়াচ্ছে। এমনই মন্তব্য করে আজ বিধানসভায় ভোট পরবর্তী হিংসা ইস্যুতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ, ওড়িশা থেকে ফেক ভিডিও বাংলার বলে চালানোর চেষ্টা করেছে বিজেপি। শীতলকুচি নিয়ে হিংসার ঘটনায় এমন ৪৭৪টি পোস্ট ব্লক করা হয়েছে এবং ৯৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মমতা। 

হিংসা ইস্যুতে সুর তোলার পাশাপাশি তিনি জ্বালানির দাম বৃদ্ধি ইস্যু নিয়ে বলেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম হু হু করে বাড়ছে, কিন্তু সরকার কিছু করছে না। এদিকে, উত্তর প্রদেশ সরকার কী করেছে, গঙ্গা নদীতে দেহ ভাসিয়ে দিচ্ছে, এই নিয়ে কী ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী, প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, গঙ্গার জল দূষিত করে দেওয়া হচ্ছে। মমতা ‘বঙ্গভঙ্গ’ ইস্যু নিয়ে বলেন, উত্তরবঙ্গে উন্নয়ন কী হয়নি! কিছু বাকি নেই। যারা উত্তরবঙ্গ ভাগ করে দাও, পাহাড় ভাগ করে দাও বলছে, তাদের বলছি বাংলা ভাগ করতে দেব না। আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। তাঁর কথায়, নরেন্দ্র মোদীর সরকার, মিথ্যবাদির সরকার। কেউ জানে না কত লোককে খুন করেছে। জঙ্গলের রাজত্ব চলছে। কোন হিসাব নেই। আর বাংলার হিসাব চাইছে। বাংলা নিজেদের মাথা উচু করে চলবে। বিজেপির জন্য একটা কথা, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। 

আরও পড়ুন- প্রয়াত মুকুল-পত্নী কৃষ্ণা রায়, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান

অন্যদিকে জাল ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগা হয়েছিল। বলা হয়েছিল, ভুয়ো ভ্যাকসিন নিয়ে জালিয়াতি চলছে রাজ্যে। ভুয়ো আইএস এ রাজ্যে শাসক দলের সঙ্গে সখ্যতা দেখাচ্ছে। সরকারি মন্ত্রীদের সাথে ঘুরে যাচ্ছে, এটা ভুয়ো সরকার। এই ইস্যুতে মমতা বলেন, উত্তরবঙ্গের একজন বিধায়ক, (মিহির গোস্বামী) তিনি ভ্যাকসিনে নিয়ে বড় বড় কথা বলছেন। তিনি উত্তরবঙ্গের পরিবহনের দায়িত্বে ছিলেন, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =