জানেন শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর ভাড়া কত? কী কী সুবিধাই বা মিলবে ঝাঁ চকচকে স্টেশনে?

জানেন শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর ভাড়া কত? কী কী সুবিধাই বা মিলবে ঝাঁ চকচকে স্টেশনে?

1a8f902fee4c1c4d022d3d5ea78ba2f9

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান৷ চালু হতে চলেছে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। সোমবার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরে নবনির্মিত মেট্রো স্টেশনের উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা৷ শিয়ালদহ থেকে অটো, বাসের ঝক্কি সামলে যাঁরা সেক্টর ফাইভের অফিসে নিত্যদিন যাতায়াত করেন, এবার শেষ হতে চলেছে তাঁদের হয়রানির পালা৷ এবার মেট্রোর বাতানাকূল কামরায় ঠান্ডা শীতল আমেজে অফিস পৌঁছতে পারবেন যাত্রীরা। 

আরও পড়ুন- অধিকাংশ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর! বাংলা নিয়ে অন্য চিন্তা

সোমবার শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন হলেও এদিন মেট্রোয় চড়তে পারবেন না যাত্রীরা। সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হবে ১৪ জুলাই থেকে। এই মেট্রো পরিষেবার হাত ধরে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের নিত্য হয়রানিই যে শুধু কমবে তেমনটা নয়, শহরে যানজটের ছবিটাও পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু জানেন কি  শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোয় ন্যূনতম ভাড়া কত? কী কী সুবিধা থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে? 

জানা গিয়েছে, এই শাখায় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। শিয়ালদহ স্টেশনে এসক্যালেটরের ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি থাকছে লিফটও। থাকবে স্ক্রিন ডোর৷ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে ওই দরজা৷ উল্লেখ্য বিষয় হল, শিয়ালদহ মেট্রো স্টেশনে দু’পাশেই থাকবে প্ল্যাটফর্ম৷ ফলে স্টেশনে ঢোকার পর খুলে যাবে মেট্রোর দু’পাশের দরজাই৷ এত দিন যে দিকে প্ল্যাটফর্ম পড়ত, মেট্রোয় সেদিকের দরজাই খুলত৷ কিন্তু, শিয়ালদহ মেট্রো স্টেশনে দু’দিকের প্ল্যাটফর্ম দিয়েই ওঠানামা করতে পারবেন যাত্রীরা৷ 

শিয়ালদা

মেট্রোর নিজস্ব পরিসংখ্যান বলছে, শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে৷ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কথায়,  ‘‘কলকাতা শহরে যানজট মানচিত্র বদলে দেবে মেট্রো পরিষেবা। অনেক বাধাবিপত্তি কাটিয়ে আগামী ১৪ জুলাই থেকে শিয়ালদহ-সেক্টরফাইভ রুটে মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা৷’’ 

সূত্রের খবর,  গত ২৫ মার্চ কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্র মেলার পরই নয়া মেট্রো রুট উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই এই মেট্রো পরিষেবা চালু হওয়া নিয়ে চর্চা চলছিল। তবে শিয়ালদহ স্টেশনে মেট্রোর উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর৷ তৃণমূলের দাবি, সোমবার মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।