এঁকে দিলেন রোড ম্যাপ, নবান্ন থেকেই মুখ্যমন্ত্রীর হাতে হবে পুজোর ভার্চুয়াল উদ্বোধন

এঁকে দিলেন রোড ম্যাপ, নবান্ন থেকেই মুখ্যমন্ত্রীর হাতে হবে পুজোর ভার্চুয়াল উদ্বোধন

 

কলকাতা:  করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে এবারের পুজো, তা নিয়ে আরও একবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এঁকে দিলেন রোড ম্যাপ৷ উৎসবের মরশুমে যে ভাবে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে,  তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে তাঁর কড়া নির্দেশ, ‘‘পুজোয় করোনা নিয়ে সতর্ক থাকুন৷ সকলে মাস্ক পড়ুন৷’’ 

আরও পড়ুন- ২৫০০ শূন্যপদে নিয়োগ থেকে করোনা চিকিৎসা, শারদ উপহার মুখ্যমন্ত্রীর

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুজো এসে গিয়েছে৷ সেই সঙ্গে সংক্রমণও বাড়ছে৷ বাতাসের মাধ্যমেও  সংক্রমণ ছড়াচ্ছে৷ এরই মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে লড়ি চলাচল শুরু হয়েছে৷ চলছে বিমান৷ আবার অনেক স্পেশাল ট্রেনও চলানো হচ্ছে৷ উৎসবের আগে মানুষের বাইরে বেরনোও অনেকটা বেড়ে গিয়েছে৷ এই অবস্থায় দূরত্ব বজায় রাখতে হবে৷ অবশ্যই মাস্ক পরতে হবে৷ বাজারেই যান কিম্বা পুজোর সময় মণ্ডপে প্রতিমা দর্শনে, অবশ্যই মাস্ক পড়ুন৷ তাঁর কথায়, মাস্ক পরলে রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে৷ 

পুজো কমিটিগুলির কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, মাইকে গান বাজানোর সঙ্গে সঙ্গে সতর্কতা মূলক প্রচার করতে হবে৷  দূরত্ব বজায় রাখার জন্য বারবার প্রচার করতে হবে৷ মাস্ক না পরলে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না৷ পুজো কমিটিগুলির কাছে মাস্ক থাকলে তা দর্শনার্থীদের দিতে হবে৷ না থাকলে, মাস্কহীন দর্শনার্থীদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না৷ তিনি আরও বলেন, যে সকল পুজো কমিটিগুলির ক্ষমতা আছে, তাঁরা প্যান্ডেলে ঢোকার মুখেই মাস্ক ও স্যানিটাইজার দিন৷ পুজোর সময় অনেক ক্লাব জামা-কাপড় বিতরণ করে৷ এই বছর সেই সঙ্গে মাস্কও দিন৷ অনেক ক্লাব এবার পুজোয় খরচা না করে জনস্বার্থে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি৷ 

আরও পড়ুন- মুম্বইয়ে ছুটছে লোকাল, বাংলায় থমকে পরিষেবা! জনরোষ বাড়লেও নীরব রেল-রাজ্য!

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা প্রটোকল মেনে কাজ করবে, স্বাস্থ্যবিধি বজায় রাখবে বিশ্ব বাংলা শারদ সম্মানে তাঁদের জন্য অতিরিক্ত নম্বর যোগ হবে৷ তবে এই বছর কার্নিভাল হবে না৷ পুজো প্যান্ডেলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না৷ কারণ তা হলেই ভিড় বাড়বে৷ এর ফলে প্যান্ডেমিক ছড়াবে৷ 

মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর অনেক পুজো উদ্বোধন করি৷ এ বছর তা সম্ভব নয়৷ পরিস্থিতি বিবেচনা করেই এই বছর ভার্চুয়ালি পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, যাঁরা পুজো উদ্বোধনের আবেদন করবে, সেখানে জুমের মাধ্যমে নবান্ন থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করা হবে৷ ১৫, ১৬ এবং ১৭ তারিখ বিকেল পাঁচটায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি৷ ১৫ তারিখ উত্তর কলকাতা, ১৬ অক্টোবর বেলাহা, যাদবপুর এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজো ভার্চুয়ালি উদ্বোধন করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =