রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! কমতে পারে শীতের দাপট

রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! কমতে পারে শীতের দাপট

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার বাউন্সার সামলেও ক্রিজে টিকে রয়েছে শীত৷ মঙ্গলবার দিনভর বজায় ছিল শীতের দাপট৷ তবে আবহাওয়াবিদরা বলছেন, এই দাপট বেশিদিন থাকবে না৷ দু’দিন বাদ থেকেই কমতে থাকবে ঠান্ডা৷ গাঙ্গেয় বঙ্গে কিছুটা চড়বে পারদ৷ এমনকী শীতের আমেজ ভঙ্গ করে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ তবে বৃষ্টি নামার আগে আগামী দু’দিন বেশ তীব্র অনুভূত হবে শীত৷ আগামী শুক্রবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস৷ সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এ দিকে বয়ে এলে ১২ জানুয়ারি থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- এক ধাক্কায় ৫০% বাড়ল বঙ্গের সংক্রমণ, কলকাতায় প্রায় ৫ হাজার

 
এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস৷ কলকাতার তুলনায় সামান্য বেশি। আবার কলকাতা সংলগ্ন ব্যারাকপুরের রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সিলসিয়াসে। বসিরহাট এবং বর্ধমানেও বেশ অনুভূত হয়েছে শীত৷ 

শীতের দৌড়ে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলি পিছনে ফেলেছে শিলিগুড়িকেও (১১.৮ ডিগ্রি)। তবে ডুয়ার্সের জলপাইগুড়ি (৯.৪) এবং কোচবিহারে (৯.৩) ঝোড়ো ইনিংস খেলছে শীত৷ ঠান্ডায় কাবু পশ্চিমাঞ্চলের জেলাগুলিও। পুরুলিয়ার রাতের তাপমাত্রা ছিল প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতন এবং পশ্চিম বর্ধমানের পানাগড়েও তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস৷ মালদহ এবং দিনাজপুরেও জাঁকিয়ে বসেছে ঠান্ডা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *