দুয়ারে বিরিয়ানি! এবার বিরিয়ানির হাড়ি নিয়ে বাড়িতেই হাজির হবে গাড়ি

দুয়ারে বিরিয়ানি! এবার বিরিয়ানির হাড়ি নিয়ে বাড়িতেই হাজির হবে গাড়ি

কলকাতা: মানুষের দুয়ারে সুবিধা পৌঁছে দিতে সরকারের নানা প্রকল্পের কথা সকলেরই জানা৷ তা বলে এমন পরিষেবা! শুনেছেন কখনও? হ্যাঁ, এবার ঘরের দুয়ারে পৌঁছবে বিরিয়ানি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- আদালত অবমাননার দায়ে রুল জারি মুখ্যসচিবের বিরুদ্ধে! আট দিনে দ্বিতীয়বার

বাড়িতে বসে বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার বিষয়টা অনেকের কাছেই রোজনামচা৷ তবে এটা কোনও অ্যাপ নয়৷ আর এখানে মিলবে না হরেক খাবার৷ আছে শুধু বিরিয়ানি৷ একটি ফোনেই বিরিয়ানির হাড়ি পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়৷ সেই হাড়ি থেকে বিরিয়ানি নিতে পারবেন আপনি৷ আর দাম? মাত্র ৬০ টাকা৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট রীতিমতো আলোড়ন ফেলেছে৷ 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুয়ারে বিরিয়ানির ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইউটিউবেও। পোস্ট করা হয়েছে বিভিন্ন ছবি৷ সায়ন্তন প্রামাণিক নামে একজন ফুড ব্লগার দুয়ারে বিরিয়ানির স্টোরি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে,  দুয়ারে বিরিয়ানি চলছে জোরকদমে। মাত্র ৬০ টাকায় মিলছে ডিম, এক পিস চিকেন এবং বড় সাইজের আলু দেওয়া বিরিয়ানি৷ ফোন করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে বিরিয়ানির হাড়ি। বাড়িতে বসে এত কম টাকায় বিরিয়ানি সত্যিই আকর্ষণীয়৷ 

 দুয়ারে বিরিয়ানির মালিকের নাম বিধান৷ একটি বাইকের পিছনে বিরিয়ানির হাঁড়ি নিয়ে রাস্তায় রাস্তা ঘুরে বেরান তিনি৷ তাঁর ফোন নম্বরে ফোন করলেই তিনি হাজির হন বাড়ির দরজায়। তবে ফোন করতে দেরি হলেই মিস৷ কারণ হু হু করে শেষ হয়ে যায় তাঁর বিরিয়ানি৷ জানা গিয়েছে,  বিকেল পাঁচটা বাজতেই প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ প্লেট বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ৷ দোকানের তুলনায় তাঁর বিরিয়ানি অনেকটাই সস্তা৷ স্বাদেও ভালো৷ তাই বিকোয়ও তাড়াতাড়ি৷ 

জানেন কোথায় পাওয়া যায় এই বিরিয়ানি? দুয়ারে বিরিয়ানি মিলছে হাওড়ায়৷ সায়ন্তন জানান, দারুণ একটা আইডিয়া নিয়ে বিরিয়ানি বিক্রি করছেন তিনি৷ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। অনেকের কাছেই এটা একটা ইনস্পিরেশন৷ সোশ্যাল মিডিয়ায় দুয়ারে বিরিয়ানির কথা জানতে অনেকেই আপ্লুত৷