কলকাতা: নেতা বদল হোক, দল বদল হোক৷ দয়া করে কারও ঘর ভেঙে দেবেন না৷ সৌমিত্র-সুজাতা বিচ্ছেদ প্রসঙ্গে আর্জি অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের৷
আরও পড়ুন- গরু পাচারকাণ্ডে জামিন পেলেন বিএফএফ কর্তা সতীশ কুমার
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-র তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি৷ কিন্তু সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে ডিভোর্স দেওয়ার কথা জানান সৌমিত্র৷ সাংবাদিক বৈঠকে এসে চোখের জল ফেলেন তিনি৷ অন্যদিকে, সৌমিত্রকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সুজাতাও৷ এর পরই জয় বন্দ্যোপাধ্যায় বলেন, সৌমিত্র খাঁ এবং সুজাতা খাঁ, যে ভাবে চোখের জল ফেলে টিভির পর্দায় কথা বলছেন, তা দেখে আমি মর্মাহত৷ অত্যন্ত ব্যথিত৷ আমার জীবনেও একদিন ঠিক একই ঘটনা ঘটেছিল৷ আমি চাই রাজনীতির পালা বদল হোক৷ রাজনীতির নেতানেত্রীরা একদল থেকে অন্য দলে যাক৷ কিন্তু রাজনীতি করতে গিয়ে যে সব দল এই ধরনের কাজ করছে তাদের কাছে একান্ত অনুরোধ, নেতানেত্রী বদল করুন, কিন্তু নেতানেত্রী বদল করতে গিয়ে কারও দীর্ঘ দিনের সংসার যেন ভেঙে না যায়৷ কী তৃণমূল, কী বিজেপি ভারতবর্ষে যে কটা রাজনৈতিক দল আছে তাদের কাছে অনুরোধ, নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে কারও সংসার যেন ভেঙে ফেলা না৷
আরও পড়ুন- যীশু খ্রিস্টের জন্মদিন জাতীয় ছুটি হবে না কেন? বিজেপিকে বিঁধলেন মমতা
তাঁর কথায়, প্রত্যেকটি দলই এগোতে চায়৷ দল বড় করতে চায়৷ কিন্তু এর জন্য যেন কারও ঘর না ভাঙে৷ রাজনীতির লড়াইয়ে নেমেও জয় বন্দ্যোপাধ্যায়ের সংসারেও তৈরি হয়েছিল বিবাদ৷ জয়-অনন্যার সংসারেও বিজেপি-তৃণমূল দ্বন্দ্বের আঁচ ঘিরে তুঙ্গে উঠেছিল বিতর্ক৷