গরু পাচারকাণ্ডে জামিন পেলেন বিএফএফ কর্তা সতীশ কুমার

গরু পাচারকাণ্ডে জামিন পেলেন বিএফএফ কর্তা সতীশ কুমার

কলকাতা: গরু পাচারকাণ্ডের তদন্তে উঠেপড়ে লেগেছে সিবিআই৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই৷ গরু পাচারকাণ্ডে তদন্ত শুরু হতে না হতেই সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত সতীশ কুমার৷

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত সতীশ কুমারের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে সিবিআই বিশেষ আদালত৷ ৫ লক্ষ টাকা রেজিস্টার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে বলে খবর৷ আগামী ৭ দিনের মধ্যে কলকাতার সদর দফতর নিজাম প্যালেস দেখা করতে হবে সতীশ কুমারকে৷

এর আগে গরু পাচার চক্রের মূল হোতা এনামুল হককে হেফাজতে নিতে পারেনি সিবিআই৷ পরে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় সিবিআইকে৷ গত ১১ ডিসেম্বর আসানসোলের বিশেষ সিবিআই আদালত এনামুলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ এনামুলের পাশাপাশি বিএসএফ কর্তা সতীশ কুমারকেও ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ এনামুলকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন বলে সওয়াল করে সিবিআই৷ সিবিআইয়ের সেই আর্জি অনুমোদন দিয়ে হাইকোর্ট৷ একদিকে এনামুল হককে হেফাজতে চতে সিবিআইকে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ও বিএসএফ কর্তা সতীশ কুমারকে শর্তসাপেক্ষে সিবিআই বিশেষ আদালত থেকে জামিন দেওয়ার সিদ্ধান্ত, তদন্তে কোনও প্রভাব ফেলবে না তো? প্রশ্ন পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =