কলকাতা: রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য অনুদান ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অনুদানের কথা ঘোষণা করেন। বলা হয়, রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে পাবে। সেই প্রেক্ষিতে বরাদ্দ হয়ে গিয়েছে ২৪০ কোটি টাকা, এমন নির্দেশিকা এবার জারি করে দেওয়া হল। দুর্গাপুজোয় অনুদান দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার বৃহস্পতিবার শুনানি কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে এই নির্দেশিকা জারি হল।
আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
সরকারের এই অনুদান ঘোষণা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তারই শুনানি কলকাতা হাইকোর্টে। বুধবার আইনজীবী সৌমিক বাগচী আদালতে এই অনুদান স্থগিত করা হোক, এমন আর্জি জানান। আইনজীবী বিকাশ বলেন, প্রথম অনুদানের সময় সরকার বলেছিল সেভ ড্রাইভ সেফ লাইফের জন্য টাকা দেওয়া হচ্ছে। পরের দুই বছর কোভিডের জন্য টাকা দেওয়া হচ্ছে বলা হয়। কিন্তু এ বছর কিছু বলা হয়নি। বাজেটে ঘোষিত ছাড়া সরকার এক পয়সাও খরচ করতে পারে না বলে দাবি করেন তিনি। যদিও রাজ্যের দাবি, বাজেট ঠিক হওয়ার পর খরচের (জনস্বার্থে) অধিকার সরকারের থাকে। কোনও ডিএ বাকি নেই। মিড ডে মিলে কোনও কার্পন্য হচ্ছে না। তাছাড়া বৈদ্যুতিক ক্ষেত্রে রাজ্য অনুরোধ করেছে, বাকিটা সিইএসসি/ডব্লিউবিএসসি দেখবে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুজো কমিটিগুলিকে বণ্টনের জন্য রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি বরাদ্দ করা হয়ে গিয়েছে। মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।