কলকাতা: একুশের যুদ্ধে নন্দীগ্রামের পাশাপাশি হেভিওয়েট কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাও৷ এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হলেও নজর আটকে প্রাক্তন দুই আমলার উপর৷ ডেবরায় একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির৷ অন্যদিকে বিজেপি’র ভারতী ঘোষ৷ এই কেন্দ্রে আবার সংযুক্ত মোর্চা সমর্থনে দাঁড়িয়েছে সিপিএম প্রার্থী প্রাণকৃষ্ণ মণ্ডল৷
আরও পড়ুন- ভোট উত্তাপে ফুটছে বাংলা! কার দখলে কটি আসন? জানিয়ে দিল সি ভোটার সমীক্ষা
আর ক’দিন বাদেই শুরু হয়ে যাবে বাংলার ভোট উৎসব৷ ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণ৷ আর দ্বিতীয় দফায় ৩০টি আসনের মধ্যে ভোট হবে ডেবরাতে৷ লড়াই ত্রিমুখী হলেও এই কেন্দ্রে নজর প্রাক্তন দুই আইপিএস-এর উপরেই৷ ইতিমধ্যেই গত ৯ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন কবির৷ সেই সঙ্গে পেশ করেছেন হলফনামাও৷ সেখান থেকেই জানা গিয়েছে তাঁর বিষয় সম্পত্তির খতিয়ান৷ হলফনামা অনুযায়ী মনোনয়ন পেশের সময় হুমায়ুন কবিরের হাতে নগদ অর্থ ছিল ১২ হাজার ২৪০ টাকা৷ তাঁর স্ত্রীর হাতে ছিল ৯ হাজার ৭০০ টাকা৷ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩১ টাকা৷ আর তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৫ লক্ষ ৮১ হাজার ৭৯৭ টাকা৷ বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনও অর্থ লগ্নি নেই প্রাক্তন এই আইপিএস অফিসারের৷ তবে এই খাতে তাঁর স্ত্রীর সঞ্চয়ে রয়েছে ৪৪ লক্ষ টাকা৷ হুমায়ুন কবীর বা তাঁর স্ত্রীর নামে কোনও গাড়ি নেই৷ তাঁর নামে কোনও সোনা নেই৷ তবে তাঁর স্ত্রীর নামে রয়েছে ৪০ ভরি সোনা৷ যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা৷ সব মিলিয়ে হুমায়ন কবীরের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩১ টাকা৷ এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৬ হাজার ৪৯৮ টাকা৷ স্বামী-স্ত্রীর মিলিতভাবে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯২ লক্ষ ৮৩ হাজার ৮২৯ টাকা৷
আরও পড়ুন- বাংলায় কেমন কাজ করেছেন মোদী-মমতা? দেখুন সি ভোটার সমীক্ষার পর্যবেক্ষণ
হলফনামায় স্থাবর সম্পত্তির কথাও জানিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ তিনি জানিয়েছেন তাঁর নামে কোনও কৃষি জমি নেই৷ অকৃষি জমি আছে৷ তাঁর স্ত্রীর নামে কৃষি ও অকৃষি উভয় জমিই রয়েছে৷ তবে কারোরই পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি নেই৷ হুমায়ন কবীরের নামে কোনও বাড়িও নেই৷ বাড়ি রয়েছে তাঁর স্ত্রীর নামে৷ বাণিজ্যিক ভাবে ব্যবহৃত বাড়ি তাঁদের নেই৷ হুমায়ুন কবীরের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২১ লক্ষ ৯০ হাজার টাকা৷ তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৪ হাজার টাকা৷ সব মিলিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮২ লক্ষ ৯৪ হাজার টাকা৷ স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে স্বামী-স্ত্রীর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ৮২৯ টাকা৷ তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই৷