Aajbikel

আইনি গেরোয় বনির মা পিয়া সেনগুপ্ত! কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ টলিউডের একাংশ

 | 
পিয়া

 কলকাতা: নিয়োগ দুর্নীতির পরতে পরতে যেন রহস্য৷ জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন নাম৷ নিয়োগ দুর্নীতির সঙ্গে আগেও মিলেছে টলিউড যোগ৷ কিন্তু   এই প্রথম কোনও অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দোল মিটতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে মেলে বনির নাম। এখন জানা যাচ্ছে, কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তরও। ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে নাকি গুচ্ছ গুচ্ছ টাকা ঢেলেছিলেন কুন্তল। এই ইম্পার সভাপতি হলেন বনি সেনগুপ্তর মা৷ অভিযোগ উঠতেই সাফাই দেন অভিনেত্রী। তবে ছেলের পর এবার আইনি জটিলতায় জড়ালেন পিয়া৷ ইম্পা সভাপতির বিরুদ্ধে একেবারে হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক, প্রযোজকরা। 

আরও পড়ুন- চাকরি হারান গ্রুপ সি'র একাংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, মামলার অনুমতি


হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’র নির্বাচন হয় ২০২১ সালের সেপ্টেম্বরে৷ পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি শুধু মুঠো মুঠো নাকিই ঢেলেননি কুন্তল, তিনি নিজেও নাকি সেখানে উপস্থিত হয়েছিলেন৷ তেমনই অভিযোগ উঠেছে। তখন অবশ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের নাম জড়ায়নি। গ্রেফতার হওয়ার পর কুন্তলকে জেরা করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যদিও পিয়ার দাবি, ‘‘সবটাই গুজব!’’

Around The Web

Trending News

You May like