দলত্যাগ করতেই দীপেন্দুর পোস্টারে লেপা হল কালি, ছেঁড়া হল পোস্টার-ব্যানার

দলত্যাগ করতেই দীপেন্দুর পোস্টারে লেপা হল কালি, ছেঁড়া হল পোস্টার-ব্যানার

কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপি’তে যাওয়ার পরেই বসিরহাট দক্ষিণে দীপেন্দু বিশ্বাসের ছবিতে লেপে দেওয়া হল কালি৷ ছেঁড়া হল তাঁর নামের ব্যানার-পোস্টার৷ নাম না করে তৃণমূলকে নিশান করলেন দীপেন্দু৷ অন্যদিকে, তৃণমূলের দাবি, বিদায়ী বিধায়কের আচরণে ক্ষুব্ধ হয়েই স্থানীয় মানুষই এহেন আচরণ করেছে৷  

আরও পড়ুন- ভোটে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা, নবান্নে বিজেপির প্রতিনিধি দল

তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিতেই বিদায়ী বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের বহিপ্রকাশ ঘটে৷ মঙ্গলবার সকালে দেখা যায় উত্তর ২৪ পরগণার বসিরহাটে দীপেন্দু বিশ্বাসের একাধিক পোস্টারে কালি লেপে দেওয়া হয়েছে৷ এই ঘটনায় নাম না করলেই তৃণমূলকে নিশানা করেন সদ্য দলত্যাগী এই বিধায়ক৷ তিনি বলেন, ‘‘এটা এক ধরনের নোংরামি৷ কিছু অ্যান্টি সোশ্যাল এই কাজটা করেছে৷ সাধারণ মানুষ ছি ছি করছে৷ এটা কোনও রাজনীতি নয়৷ ’’

প্রসঙ্গত, এবারের ভোটে বাদ পড়েছেন বহু পুরনো কর্মী৷ টিকিট পাননি দীপেন্দু বিশ্বাসও৷ তাঁ বদলে বসিরহাট দক্ষিণে তৃণমূলের নতুন মুখ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়৷ প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগড়ে দেন দীপেন্দু৷ এর পরেই দল বদলের সিদ্ধান্ত নেন৷ সোমবার তিনি যোগ দেন বিজেপি’তে৷ তাঁর বিজেপি যোগের ২৪ ঘণ্টার মধ্যেই ঘটল এই কাণ্ড৷ তৃণমূলের দাবি, প্রত্যাশা এবং সেই মতো প্রাপ্তি না ঘটায় বিধায়কের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এর সঙ্গে  তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই৷ 

আরও পড়ুন- এবার শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে মিঠুন, ‘পয়া’ শুক্রবার মনোনয়ন

আগামী ১৭ এপ্রিম পঞ্চম দফায় হবে বসিরহাট কেন্দ্রে ভোট৷ এই কেন্দ্রে তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করলেও, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেনি৷ বিজেপি’তে নাম লেখানোর পুরস্কার হিসাবে কি এই কেন্দ্র থেকে প্রার্থী করা হবে দীপেন্দুকে? কিছু দিনের মধ্যেই জানা যাবে এই প্রশ্নের জবাব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =