‘অভিমানে ভুলবশত BJP-তে যোগ দিয়েছিলাম’, দলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর

‘অভিমানে ভুলবশত BJP-তে যোগ দিয়েছিলাম’, দলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর

কলকাতা:  তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দীপেন্দু বিশ্বাস৷ বুলবশত বিজেপি’তে যোগ দিয়েছিলেন এবং এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলেও উল্লেখ করেন ফুটবল মাঠের এই তারকা৷ তবে কাদের পুনরায় দলে নেওয়া হবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি দল৷ 

আরও পড়ুন- করোনা আবহে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা, ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত

দীপেন্দু তাঁর চিঠিতে লিখেছেন, ‘বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী৷ নির্বাচনের সময় আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ছিলাম৷’’ হাতে লেখা ওই চিঠির শেষে দীপেন্দু লিখেছেন, ‘‘দলীয় পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিক রূপে আগামী দিনে উন্নত বাংলা গড়তে সামিল হতে চাই৷’’ নিজের সিদ্ধান্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে ফের দলে ফেরার আর্জি জানান বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস৷ টিকিট না পেয়ে বিধানসভা ভোটের মুখে বিজেপি’তে যোগ দিয়েছিলেন দীপেন্দু৷ তবে ভোটে বিজেপি’র ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর৷ 

গত ২১ মে নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র সহ চার নেতার গ্রেফতারের পর বিজেপি’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন ফুটবলার দীপেন্দু৷ তিনি বলেন, এটা কোভিডের বিরুদ্ধে লড়াই করার সময়৷ এই কঠিন সময়ে পাঁচ বছর পুরনো একটি বিষয়ে কলকাতার প্রশাসক ববি দা, বর্ষীয়ান নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত দাকে গ্রেফতার করার বিষয়টা মানতে পারিনি৷ বাঙালি হিসাবে মনে হয়েছে এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি৷ আমার মনে হয়েছে এই দলের সঙ্গে আর থাকব না৷’’ তবে দীপেন্দুকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান কুণাল ঘোষ৷ 

আরও পড়ুন- ‘পরিকল্পনা মাফিক কলাইকুণ্ডার বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর, টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল

প্রসঙ্গত, ভোটে বিজেপি’র ভরাডুবি আর তৃণমূলের নজরকাড়া সাফল্যের পর দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন সোনালী গুহ, অমল আচার্য ও সরলা মুর্মুরা৷ তবে দলত্যাগীদের দলে ফেরাতে ধীরে চলার নীতি নিয়েছে তৃণমূল৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =