‘ED নয় ঘণ্টা জেরা করলে অনেকেই আবোল তাবোল বলেন’, তীব্র কটাক্ষ দিলীপের

‘ED নয় ঘণ্টা জেরা করলে অনেকেই আবোল তাবোল বলেন’, তীব্র কটাক্ষ দিলীপের

dilip

কলকাতা:  কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দফতরে তলব করেছিল ইডি৷ সোমবার টানা ৯ ঘণ্টা জেরার করা হয় তাঁকে। এর পর ইডি-র দফতর থেকে বেরিয়ে দিল্লিতে দাঁড়িয়েই বিজেপি’কে পরাজিত করার হুঙ্কার দেন অভিষেক। বলেন,  বলেন, সব করব, মাথা নত করব না। শিরদাঁড়া বিক্রি করব না। ২০২৪-এ আমরাই বিজেপিকে হারাব। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- ‘SSC-র উপর আমার কোনও বিশ্বাস নেই’, কড়া সমালোচনা হাইকোর্টের

মঙ্গলবার সকালে নিয়ম মাফিক প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৯ ঘণ্টা ধরে ইডি জেরা করার পর অনেকেই আবোল-তাবোল কথা বলেন৷ সবে তো শুরু৷ যাঁরা ভুবনেশ্বর গিয়েছিলেন, তাঁদের চেহারা পাল্টে গিয়েছে৷ ওঁরা ভেবেছিল সিআইডি-পুলিশ গিয়ে চমকে ধমকে রাখবে৷ ওঁনাদের আমলে কয়লা, বালি, পাথর পাচার হয়েছে৷ গরু পাচার হয়েছে৷ 

এখানেই থেমে থাকেননি রাজ্য বিজেপি সভাপতি৷ তিনি আরও বলেন, অফিসিয়ালি একটা দল এই কাজ করেছে৷ সবকটা নেতা এর সঙ্গে যুক্ত রয়েছে৷ পুলিশ অভিযোগ নেয় না৷ তবে আদালত পদক্ষেপ করছে৷ তাই নেতারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে৷ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে৷ ওরা কতটা সৎ, তা জানা আছে৷ 

এদিকে গতকাল ইডি দফতর থেকে বেরিয়েই অভিষেক বলেছিলেন, রাজনৈতিকভাবে বিজেপি তাদের হারাতে পারছে না বলে এই পন্থা অবলম্বন করছে৷ কিন্তু তাতেও কোনও লাভ হবে না। আগামী দিনে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারাবে৷ যে সমস্ত রাজ্যের বিজেপি গণতন্ত্র হত্যা করেছে সেই সব রাজ্যে যাবে তৃণমূল৷ লোকসভা নির্বাচনেও বিজেপিকে তারাই হারাবেন। এই প্রসঙ্গে এই বাংলার বিধানসভা নির্বাচনের কথা টানেন তিনি।

আরও পড়ুন- দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকল শহরে, ভাসল গ্রাম

অভিষেক বলেন, অমিত শাহ বড় বড় কথা বলেছিলেন বাংলা বিধানসভা নির্বাচনে কিন্তু সেখানে বিজেপির কী অবস্থা হয়েছে তা সবাই জানেন। ২০০ আসনের কথা বলা হয়েছিল, গাড়ি ৭০-এ আটকে গিয়েছে। অভিষেক আরও চমকপ্রদ তথ্য দিয়ে বলেন, এখনও কমপক্ষে ২৫ জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ আগামী দিনে বিজেপির অবস্থা আরো খারাপ হবে। বিজেপির সমস্ত পরিকল্পনা মাটিতে মিশে যাবে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =