‘SSC-র উপর আমার কোনও বিশ্বাস নেই’, কড়া সমালোচনা হাইকোর্টের

‘SSC-র উপর আমার কোনও বিশ্বাস নেই’, কড়া সমালোচনা হাইকোর্টের

কলকাতা:  স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট৷ এসএসসি-র উপর আমার কোনও বিশ্বাস নেই৷ এজি-র উদ্দেশে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কমিশনের উপর বিরক্ত হয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি৷ 

আরও পড়ুন- দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকল শহরে, ভাসল গ্রাম

স্কুল সার্ভিস কমিশনের কাজে অত্যন্ত বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবার তিনি বলেন, এসএসসি’র উপর তাঁর আর কোনও বিশ্বাস নেই৷ বারবার অনিময়ের অভিযোগ শুনতে শুনতে তিনি বিরক্ত৷ তাই এই মামলা তিনি আর শুনবেন না৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা৷ বিভিন্ন সময় দেখা গিয়েছে, ব্যক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতিরা৷ এসএসসি’র কাজে বিরক্ত হয়ে বিচারপতি সরে দাঁড়াচ্ছেন, এমন ঘটনা বিরল৷ ২০১৬ সালে যে এসএলএসটি পরীক্ষা হয়৷ ওই পরীক্ষার মাধ্যমে নবম ও দশম শ্রেণির জন্য অঙ্কের শিক্ষক নিয়োগ করা হয়েছিল৷ তাতেই গরমিলের অভিযোগ৷

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ফেসবুকে জবাব বিধায়কের

অভিযোগ, যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তার ২৫২ নম্বর স্থানে যে প্রার্থী ছিলেন, তিনি চাকরি পেয়ে গিয়েছেন৷ অথচ ২১৪ নম্বর ব়্যাঙ্ক পেয়েও চাকরি হয়নি৷ আবার দেখা গিয়েছে, ৬০ শতাংশ নম্বর পেয়ে চকরি হয়নি, অথচ ৫২ শতাংশ নম্বর পেয়ে চাকরি পেয়ে গিয়েছেন প্রার্থী৷ এই ধরনের ভুরি ভুরি অভিযোগে বিরক্ত হয়ে এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷   উল্লেখ্য,  নিয়োগে ‘ভুল’ স্বীকার করে রিপোর্ট পেশ করেছে খোদ কমিশন। তাদের বক্তব্য, ভুল করে নিয়োগ দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =