তালিবানি শাসন চলছে পশ্চিমবঙ্গে! ফের বিতর্কের কেন্দ্রে দিলীপ

তালিবানি শাসন চলছে পশ্চিমবঙ্গে! ফের বিতর্কের কেন্দ্রে দিলীপ

f4be7a1f965bd1372151fe04b65e500e

কলকাতা: আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী এবং সেখান থেকে আফগানরা একে একে পালানোর চেষ্টা করছেন। বিগত কয়েক দিনে একাধিক মর্মস্পর্শী ছবি ধরা পড়েছে যা দেখে শিহরিত হয়েছে গোটা বিশ্ব। এবার সেই তালিবানি আতঙ্কের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, পশ্চিমবঙ্গের তালিবানি শাসন চলছে কিন্তু তারা সেটা চলতে দেবেন না বেশিদিন। নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরে এক চা চক্রে যোগ দিয়ে এমনই বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- সশস্ত্র তালিবানের সঙ্গে হাসিমুখে কল্যাণীর প্রাক্তনী, হতবাক পরিচিতরা

দিলীপের কথায়, আফগানিস্তানে তালিবান ঢুকে পড়ায় এখন গোটা বিশ্ব আফগানিস্তানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। একই রকম অবস্থা পশ্চিমবাংলার। কারণ এই রাজ্যেও তালিবানি শাসন চলছে আর তার প্রেক্ষিতে গোটা দেশ ধিক্কার জানাচ্ছে। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে এই তালিবানি শাসন বেশিদিন চলতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা ইস্যুতে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর স্পষ্ট বক্তব্য, আদালত নিজেও দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে কী অন্যায় হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই দিলীপের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন যে কিছু হয়নি সত্যি কখনও লুকিয়ে রাখা যায় না। এখানে বিরোধী বিধায়কদের গ্রেফতার করা হয় এবং বিধানসভায় বিরোধী নেতাদের বলতে দেওয়া হয় না। স্পষ্টতই তালিবানি কায়দায় শাসন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই জিনিস বেশিদিন চলতে দেবে না বিজেপি বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

আরও পড়ুন- নিয়োগ নেই, হাতে হারিকেন! চপ ভেজে, জুতো পালিশ করে D.EL.Ed প্রার্থীদের বিদ্রোহ!

ভোট পরবর্তী হিংসা ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডি জি বীরেন্দ্রকে চিঠি দিয়েছে সিবিআই। জানতে চাওয়া হয়েছে, ভোট পরবর্তী বাংলায় ঠিক কতগুলি রাজনৈতিক খুন, ধর্ষণ এবং গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে? সেই ঘটনাগুলির এফআইআরের নথিপত্র চাওয়া হয়েছে। অভিযোগগুলি কোন কোন থানা এলাকার, তাও জানতে চাওয়া হয়েছে বলে খবর। পুলিশ আদৌ অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করেছে কিনা, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা অর্থাৎ কেউ গ্রেফতার হয়েছে কিনা তা জানাতে হয়েছে। গ্রেফতার হয়ে থাকলে ধৃত সম্পর্কিত সমস্ত তথ্যও জানাতে হবে সিবিআইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *