বাংলা ভাগ করতে চাইলে কেন্দ্রে নালিশ করবে বিজেপি! স্পষ্ট করলেন দিলীপ

বাংলা ভাগ করতে চাইলে কেন্দ্রে নালিশ করবে বিজেপি! স্পষ্ট করলেন দিলীপ

কলকাতা: কিছুদিন আগেই বাংলা ভাগ করতে চেয়েছিল হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একজন চেয়েছেন উত্তরবঙ্গ ভাগ করতে এবং অন্যজন চেয়েছেন জঙ্গলমহল ভাগ করতে। সেই নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয় কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব এর সমর্থন করেনি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বঙ্গভঙ্গের সমর্থন করে না বিজেপি। তবে এবার দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর সেই বঙ্গভঙ্গের আওয়াজ তোলার সাংসদরাই প্রতিমন্ত্রী হয়েছেন। এবার তাই আরো স্পষ্ট করে দিলীপ ঘোষ জানাচ্ছেন, কেউ যদি বাংলা ভাগ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ জানাবে রাজ্য বিজেপি।

আসলে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এবং তাৎপর্যপূর্ণ ভাবে দুজনেই আলাদা রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম যে, যারা বাংলা ভাগের দাবি তুলল তাদেরকেই কেন্দ্র মন্ত্রী করেছে। কিন্তু রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি কখনোই বাংলা ভাগের পক্ষে নয় এবং এটাই তাদের দলের অবস্থান। যদি কেউ বাংলা ভাগের কথা বলে তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ জানানো হবে। 

আরও পড়ুন- বিচারপতি ও নিলাম অফিসার সেজে ভিন রাজ্য থেকে প্রতারণা, গ্রেফতার ২

এর আগে বিজেপি সাংসদ এবং সদস্যদের বাংলা ভাগের মন্তব্যে গেরুয়া শিবিরের অস্বস্তি চরমভাবে বেড়ে গেছিল। সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে সাফাই পর্যন্ত দিতে হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাই বঙ্গভঙ্গের আওয়াজ তোলা সেই সাংসদরা যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন তখন স্বাভাবিকভাবে আরো বেশি কৌতূহল সৃষ্টি হয়েছে তাদের নিয়ে। তবে নিজের এবং বঙ্গ বিজেপির ভাবনা আরো একবার স্পষ্ট ভাবে ব্যক্ত করে দিয়েছেন দিলীপ। এক্ষেত্রে অবশ্যই বোঝা যাচ্ছে যে নিজেদেরকে আর কোনো রকম বঙ্গভঙ্গের বিতর্কে জড়াতে চান না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *