শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, বিস্ফোরক দিলীপ

শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, বিস্ফোরক দিলীপ

dilip

কলকাতা: দুর্গা পুজোয় রীতিমতো চাণ্ডব চলেছে পড়শি বাংলাদেশে৷ বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে দুর্গা মূর্তি৷ লন্ডভন্ড করা হয়েছে মণ্ডপ৷ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত৷ এই পরিস্থিতির মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে৷ নিজের বক্তব্যের সমর্থনে পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ঘটনাকে তুলে ধরেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করতেই হইচই পড়েছে৷ 

আরও পড়ুন- রক্ষিতা! এটা শোভন আর আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারও মন্তব্য সাজে না, রত্নাকে বৈশাখী

এদিন নিজের  ফেসবুক পেজে দিলীপবাবু লেখেন, ‘‘যাঁরা বাংলাদেশের দুর্গাপুজোয় হামলার ঘটনা নিয়ে খুব চিন্তিত, তারা জানেন কি যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে? এর পর ঘটনা ধামাচাপা দিতে রাজ্য পুলিশ ও পুলিশের উচ্চ আধিকারিকরা তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের পথেই এগোচ্ছে?’’ বাংলাদেশের মৌলবাদ বাংলার মাটিতে মাথাচাড়া দিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে দিলীপ ঘোষের মন্তব্যে৷ 

এদিনের ঘটনা নিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারীও৷ তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের পথে এগোচ্ছে? পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দুর্গা মণ্ডপের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বাঙালি হিন্দুদের ভূমিতে এই পরিস্থিতি দেখে কী বলবেন বুদ্ধীজীরা?’’

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এক বাড়িতে হামলার অভিযোগ রয়েছে৷ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। এরপর বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়৷ পাশাপাশি কালি লেপার অভিযোগ ওঠে।

তবে বাংলাদেশের ঘটনার সঙ্গে বাংলার ঘটনাকে মেলানোর এই চেষ্টা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দিলীপ ঘোষকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় রজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে সামনে এসে পাবলিক ডোমেনে তথ্য দিতে হবে বলেও দাবি জানিয়েছেন তিনি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *