‘‘অক্সিজেন, স্যালাইন দিয়ে সিপিএম-কে বাঁচানো যাবে না’’, কটাক্ষ দিলীপের

‘‘অক্সিজেন, স্যালাইন দিয়ে সিপিএম-কে বাঁচানো যাবে না’’, কটাক্ষ দিলীপের

dilip

কলকাতা: কলকাতা পুরভোটে বিরোধী স্টিয়ারিং ঘুরেছে বামদিকে৷ গেরুয়া শিবিরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে বামেরা৷ কিন্তু বামেদের এই উত্থানে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘অক্সিজেন, স্যালাইন দিয়ে সিপিএম-কে বাঁচিয়ে রাখা যাবে না। মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের আবার ফিরিয়ে আনা সম্ভব নয়।’’

আরও পড়ুন- কলকাতা পুরভোটেও সবুজ ঝড়, জামানত খোয়ালেন কতজন প্রার্থী?

কলকাতা পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকেই কারচুপির অভিযোগ এনেছে বিজেপি৷ কিন্তু ভোট শতাংশের বিচারে বামেদের চেয়েও কী ভাবে পিছিয়ে পড়ল তারা? রাজ্যের কোনও বিরোধী দলই তৃণমূলের ধারে কাছে নেই৷ কিন্তু সম্মানজনক লড়াই করতে পারল না বিজেপি৷ কলকাতা পুরভোটে তিন নম্বর স্থানে নেমে এল রাজ্যের প্রধান বিরোধী দল৷ দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘কলকাতা পুরভোটে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল৷ বেছে বেছে বিজেপি সমর্থকদের নিশানা করা হয়েছে৷ তাই তাঁরা বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি৷’’

কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পুরভোট করাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল বিজেপি৷ কিন্তু মামলা ফেরে হাইকোর্টে৷ এবং হাইকোর্ট ভরসা রাখে রাজ্য পুলিশের উপরেই৷ পুলিশের তত্ত্বাবধানেই হয় পুরভোট৷ এপ্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, পুলিশের উপস্থিতিতেই প্রচুর ভুয়ো ভোট পড়েছে৷ তাঁর কথায়, আদালতের ওপর আমরা ভরসা রেখেছিলাম৷  পুলিশের ওপর কখনই ভরসা ছিল না৷ 

আবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য,  “কলকাতা ও হাওড়ায় তৃণমূল অধিক শক্তিশালী। সেই কারণেই এই দুই জায়গায় আলাদা করে আগে ভোট করানোর চেষ্টা করেছে তৃণমূল৷ জেলায় গেলে দেখবেন, অনেক জায়গায় আমরাই শক্তিশালী।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =