কলকাতা পুরভোটেও সবুজ ঝড়, জামানত খোয়ালেন কতজন প্রার্থী?

কলকাতা পুরভোটেও সবুজ ঝড়, জামানত খোয়ালেন কতজন প্রার্থী?

কলকাতা:  লালবাড়ি দখলের লড়াইয়েও সবুজ ঝড়৷ বিপুল ব্যবধান জয়ী হয়েছেন অধিকাংশ তৃণমূল প্রার্থী৷ তার মধ্যে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মন্ত্রী জাভেদ খাঁর পুত্র ফৈয়াজ আহমেদ খাঁ৷ ৬২ হাজার ৪৫ ভোটে জয়ী হয়েছেন তিনি৷ তবে এই ব্যবধান প্রত্যাশিতই ছিল৷ কারণ গতবারেও ৩০ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হয়েছিলেন৷ এবার তা দ্বিগুণ হয়েছে৷ অন্যদিকে মীরা হাজরার মতো প্রার্থীও আছেন৷ যিনি কিনা জয়ী হয়েছেন মাত্র ৪৪ ভোটে৷ তবে উল্লেখযোগ্য ভাবে এই ভোটে জামানাত জব্দ হয়েছে ৭৩১ জন প্রার্থীর৷ 

আরও পড়ুন- হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, অগ্নিগদ্ধ হয়ে মৃত কমপক্ষে ৩

সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্দিষ্ট প্রার্থীকে মোট বৈধ ভোটের এক ষষ্ঠাংশ ভোট পেতে হয়৷  এর কম ভোট পেলে তাঁর জামানত জব্দ হয়ে যায়৷ কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে মোট ৭৩১ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷ তাঁরা সকলেই বিরোধী দলের প্রার্থী৷ তৃণমূল কংগ্রেসের কোনও কোনও প্রার্থীর জামানত জব্দ হয়নি৷ উল্লেখ্য, এবার জামানত হিসাবে সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং মহিলা ও তফশিলি প্রার্থীদের জন্য ২৫০টাকা ধার্য করেছিল রাজ্য নির্বাচন কমিশন৷ 

উল্লেখ্য, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ এদিকে ফৈয়াজ আহমেদের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা। জোকা আইআইএম-এর প্রাক্তনী সন্দীপন গতবার তালতলা এলাকার একটি ওয়ার্ড থেকে ১৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এইবার সন্দীপন জিতেছেন ৪০ হাজারের বেশি ভোটে। শতাংশের বিচারে রেকর্ড গড়েছে গার্ডেনরিট৷ ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শামস ইকবাল পেয়েছেন ৯৭.২৬ শতাংশ ভোট৷ যদিও তাঁ বিরুদ্ধে কোনও দলের প্রার্থী ছিলেন না৷ তিন বিরোধীই ছিলেন নির্দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =