নন্দীগ্রাম থেকে হারছেন দিদি, উত্তরবঙ্গ থেকে আগাম হুঙ্কার অমিত শাহের

নন্দীগ্রাম থেকে হারছেন দিদি, উত্তরবঙ্গ থেকে আগাম হুঙ্কার অমিত শাহের

শীতলকুচি:  রাজ্যে ফের ভোট প্রচারে অমিত শাহ৷ উত্করবঙ্গের শীতলকুচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি৷ বললেন, উত্তরবঙ্গের সঙ্গে বরাবর অন্যায় করেছেন দিদি৷ অন্যায় করেছে বলেই উত্তরবঙ্গের মানুষকে ভয় পাচ্ছেন৷ গতকাল নন্দীগ্রামে ফয়সলা হয়ে গিয়েছে৷ এবার ভোটে হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ওঁনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর কোথা থেকে লড়বেন? বলেছেন উত্তরবঙ্গ ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে লড়তে প্রস্তুত৷ 

আরও পড়ুন-  দীপক হালদারের উপর হামলা, বিজেপি’র বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ডহারহার

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২ মে দিদি যাচ্ছেন, এটা স্পষ্ট৷ দিদি গেলেই উত্তরবঙ্গে আচ্ছে দিন আসবে৷ দিদি ভাতিজা কল্যাণে বিশ্বাসী৷ আর মোদী মানুষের উন্নয়নে বিশ্বাসী৷ উত্তরবঙ্গের কল্যাণ করবেন নরেন্দ্র মোদী৷ এখানে সবকিছুতেই কাটমানি৷ ২ মে’র পর এখানে আর কাটমানি থাকবে না৷ সিন্ডিকেট, ভ্রস্টাচারও শেষ করা হবে৷ ক্ষমতায় এলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ হবে৷ বছরে ২ হাজার কোটি টাকা দেওয়া হবে৷ এখানে এইমস-এর ধাচে হাসপাতাল হবে৷ 

আরও পড়ুন- অভিষেকের রোড শোর আগে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার, অবস্থা আশঙ্কাজনক

প্রথম দুই দফার ভোট নিয়েও আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথায়, প্রথম দুই দফার ভোটেই পদ্ম ফুটেছে৷ ৬০-এর মধ্যে ৫০-এর বেশি আসে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে৷ শাহের হুঙ্কার, দিদি আপনার যাওয়ার সময় এসে গিয়েছে৷ আপনি আর রক্ষা পাবেন না৷ দিদি নিজে নন্দীগ্রাম থেকে ভোটে হারতে চলেছেন৷ তাঁর আর্জি, উত্তরবঙ্গেও যেন কোনও আসন দিদির হাতে না যায়৷ সব কটি আসনই মোদীজির ঝুলিতে দিতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *