কলকাতা: তৃতীয়া পেরিয়ে চতুর্থী এসে গিয়েছে। জায়গায় জায়গায় দুর্গাপুজো মণ্ডপে ভিড় বাড়তেও শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভয়ানক পরিসংখ্যান সামনে এল। নাহ করোনা নিয়ে নয়, ডেঙ্গি নিয়ে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ঠিক পুজোর মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার! একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। অবশ্যভাবে চরম ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তাই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের তরফে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে বদ্ধপরিকর স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- ‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত
জানা গিয়েছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জেলার বাইরে যাওয়া নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, তারা কেউ যদি বাইরে যেতে চান এই সময়ে তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। সেই অনুমতি ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কর্মসূত্রে থাকা শহর ছাড়তে পারবেন না। ব্লক-মহকুমা হাসপাতাল, মেডিক্যাল কলেজের চিকিৎসক, অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের শহরেই থাকতে হবে বলে স্পষ্টভাবে জানান হয়েছে। মনে করা হচ্ছে, শহরের ডেঙ্গি বৃদ্ধি আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে মশা বাহিত এই রোগে। মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭ জন।
ডেঙ্গির বৃদ্ধি হওয়ায় বেড়েছে প্যারাসিটামল কেনার ঝোঁক। সেই প্রেক্ষিতে আগেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। অনেকেই জ্বরের জন্য প্যারাসিটামল কিনছেন। এই প্রেক্ষিতে সরকার জেনে নিতে চাইছে কোথাও কেউ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কিনা। তারই নিরিখে কেউ প্যারাসিটামল কিনতে এলেই সে সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় ওষুধ বিক্রেতাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে কেউ দোকানে জ্বরের জন্য প্যারাসিটামল কিনতে এলে সেই ক্রেতার নাম, ঠিকানা নিয়ে রাখতে হবে। বিশেষত ডেঙ্গিপ্রবণ জেলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।