করোনাকালে ব্যয় বেড়েছে বহুগুণ, তাই সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের

করোনাকালে ব্যয় বেড়েছে বহুগুণ, তাই সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর৷

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

অর্থ দফতরের বিবৃতিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে৷ একাধিক কোভিড হাসপাতা চালাতে হচ্ছে রাজ্যকে৷ বেড, ওষুধপত্র, স্যানিটাইজেশনের খরচ তো রয়েইছে৷ এছাড়াও বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি কিনতে হচ্ছে সরকারি খরচে৷ এই পরিস্থিতিতে রাজ্য অর্থ দফতরের বক্তব্য, সরকারি অফিসে খরচে রাশ টানতে হবে৷ দৈনিন্দিন অফিস চালাতে যে কাগজপত্র ও স্টেশনারি দ্রব্য কিনতে হয়, সেগুলি একইভাবে চলবে৷ কিন্তু অতিরিক্ত কোনও খরচ বহন করা হবে না৷

আরও পড়ুন- সংঘাতের আবহেই আজ বিধানসভায় রাজ্যপাল, কী হতে চলেছে? তৈরি তৃণমূলও

যেমন এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ এছাড়াও নতুন কোনও গাড়ি কেনা বা ভাড়া করা যাবে না৷ কেনা যাবে না কম্পিউটার, ল্যাপটপ, টিভি৷ এসব ক্ষেত্রে ব্যয় করতে গেলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে অর্থ দফতরের কাছে আবেদন করতে হবে৷ অর্থ দফতর সেগুলি ন্যায্য মনে করলে অনুমতি দেওয়া হবে৷ অর্থ দফতর সাফ জানিয়ে দিয়েছে, কোভিড নিয়ন্ত্রণে সরকারি খরচ বেড়েছে, তাই এই সিদ্ধান্ত৷ অন্যান্য জায়গার খরচ কমিয়ে অর্থ বাঁচাতে চাইছে সরকার৷ তার জন্যই এই লাগাম৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *