সংঘাতের আবহেই আজ বিধানসভায় রাজ্যপাল, কী হতে চলেছে? তৈরি তৃণমূলও

সংঘাতের আবহেই আজ বিধানসভায় রাজ্যপাল, কী হতে চলেছে? তৈরি তৃণমূলও

28b18fbb4f57cdc09e28b0a12f6ea3d6

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ৷ প্রথা মাফিক অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণ দিয়ে৷ কিন্তু রাজভবনের সঙ্গে রাজ্যপালের যে সংঘাত চলছে বিধানসভায় এসে তা নতুন মাত্রা পাবে নাতো? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে৷ প্রশ্ন উঠেছে তৃণমূল পরিষদীয় দলের অন্দরেও৷ শুক্রবার দুপুরে বিধানসভায় কী হতে চলেছে, সেই দিকেই নজর আটকে৷ 

আরও পড়ুন- বাইকে ‘আদি’ নামটা দেখেই বুকটা ছ্যাঁৎ করে উঠেছিল, বিবেকান্দের মৃত্যুতে শোকস্তব্ধ জামবনি

রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতে নতুন পর্বের নাম ‘হাওয়ালা জৈন মামলা’৷ মুখ্যমন্ত্রী বোমা ফাটিয়ে হাওয়ালার চার্জশিটে জগদীপ ধনকরের নাম থাকার কথা উল্লেখ করার পরেই তুঙ্গে উঠেছে সংঘাত৷ এই প্রেক্ষপটেই আজ বিধানসভায় আসছেন রাজ্যপাল৷ এর আগে রাজভবনের পক্ষ থেকে বিধানসভার সচিবালয়ের কাছে অনুরোধ করা হয়েছিস, বিধানসভায় রাজ্যপালের ভাষণ যেন বৈদ্যুতিন মাধ্যমে প্রচার করা হয়৷ কিন্তু করোনা পরিস্থিতিতে এই বছর বৈদ্যুতিন মাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ফলে এই বছর কোনও ভাবেই রাজ্যপালের ভাষণ সম্প্রচারিত হবে না৷ 

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন কোচবিহার৷ সম্প্রতি আবার রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ ঠুকেছেন বিধানসভার অধ্যাক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল তিন তিনটি বিল আটকে রেখেছেন বলেও অভিযোগ করেন৷ তাতে অবশ্য থেকে থাকেননি রাজ্যপাল৷ বুধবারই পত্রাঘাত করেছেন তিনি৷ 

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাত্য! সংঘাতের আবহে কী নিয়ে আলোচনা

বিধানসভায় রাজ্যপালের ভাষণ সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে ধনকড় লিখেছেন, ‘‘স্পিকার রাজ্যপালের পদের অবমাননা করেছেন৷ বিধানসভায় আমার ভাষণের সম্প্রচার বন্ধ করা জরুরি অবস্থার সামিল৷’’ তিনি আরও লেখেন, ‘‘আপনি প্রকাশ্যে রাজভবনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, এখানে বিল আচকে রাখা হয়েছে৷ এটা খুবই ‘দুঃখজনক’৷’’ এরই মধ্যে গতকাল তৃণমূল সুখেন্দু শেখর রায় রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর ছবি ফাঁস করে শোরগোল ফেলেছেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *