কলকাতা: কোভিড পজিটিভিটি রেট নিয়ে এবার কার্যত সংঘাত লাগল কেন্দ্রীয় এবং বাংলার সরকারের। কেন্দ্র যে দাবি করেছে তা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, কেন্দ্রীয় তথ্যের সঙ্গে রাজ্যের বাস্তব চিত্রের কোনও মিল নেই। কলকাতার কোভিড পজিটিভিটি রেট নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের দাবি অনুযায়ী, গত সপ্তাহে শহরের পজিটিভিটি রেট অর্থাৎ সংক্রমণের হার ৫.১ শতাংশ। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতর বলছে, গত ছ’সপ্তাহের বেশি সময় ধরে কলকাতা সহ পশিমবঙ্গের পজিটিভ রেট ২ শতাংশের নিচে। তাহলে সত্যি কোনটা?
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের
রাজ্যের বক্তব্য, বড় অংশের নাগরিক কলকাতার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করে। অন্যান্য জেলা থেকেও কলকাতায় এসে অনেকেই করোনা টেস্ট করান। তাঁদের মধ্যেই থেকে অনেকের রিপোর্ট পজিটিভ আসে, তাই মনে করা হয় যে কলকাতার সংক্রমণ বাড়ছে। তাই কলকাতার পজিটিভ রেট বেশি বলে ধরে নিচ্ছে কেন্দ্র। এই তথ্য দেখে অযথা ভীত হওয়ার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছে তারা। যদিও ১৭ থেকে ২৩ সেপ্টেম্বরের তথ্য দিয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, শহরের কোভিড পজিটিভিটি রেট ৫.১ শতাংশ। যা কোনও ভাবেই মানতে রাজি নয় রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন
উল্লেখ্য, শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৭১৬ জনের। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১.৭৭ শতাংশ। জানা গিয়েছে এদিন, রাজ্যে ৪২ হাজার ১১৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ জন মৃতদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। বাকি ২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। রাজ্যে এখন মোট অ্যাকটিভ কেস ৭ হাজার ৬৮৯। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১.২০ শতাংশ।