কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নেমে উঠে দেবাঞ্জন সম্পর্কে উঠে এল আরও কিছু বিস্ফোরক তথ্য৷ গত ৬ বছরে ১০টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ কোটি টাকা প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে দেবাঞ্জন দেব৷ শুধু তাই নয়, তার কসবার বাড়ি থেকে মিলেছে বিএসএফ-এর পোশাকও৷ এমনকী দেবাঞ্জনের নামে সিলভার ব্যাজও পাওয়া গিয়েছে৷ বিএসএফ-এর ঊর্দি পরেও সে প্রতারণা করত বলে পুলিশের অনুমান৷
আরও পড়ুন- তিন সন্তানের মায়ের অ্যাকাউন্টে ঢুকল ‘রূপশ্রী’র টাকা!
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভা তো বটেই পুরসভার আর্বান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার নামেও ৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল দেবাঞ্জন দেব। এই অ্যাকাউন্টগুলি থেকে গত ৬ বছরে অন্তত ২ কোটি ৮০ লক্ষ টাকা সরিয়ছে সে। সেই টাকা কোথায় গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের।
আরও পড়ুন- ফের বাড়ল ষষ্ঠ পে কমিশনের মেয়াদ, বাড়বে কি বেতন?
ভুয়ো আইএএস দেবাঞ্জনের বাড়িতে হানা দিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে৷ জানা গিয়েছে ভুয়ো নথি ব্যবহার করে স্বাস্থ্য ভবন থেকে কোভিশিল্ড ভ্যাকসিন আদায় করার ছকও কষেছিল দেবাঞ্জন৷ যদিও তা পাঠাতে পারেনি সে৷ আর তার মাদুরদহের বাড়ি থেকে মিলেছে বিএসএফ-এর উর্দি৷ কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার ছাড়াও নিজেকে বিএসএফ অফিসার বলেও দাবি করত বলেই সন্দেহ৷ অনেক রহস্যের হদিশ রয়েছে দেবাঞ্জনের মেল আইডি-তেও৷ সেই রহস্য উদ্ধারে গুগলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ৷ ইতিমধ্যে গুগলের দফতরে চিঠিও পাঠানো হয়েছে৷