বাম আমলে চাকরির ক্ষেত্রে বঞ্চিত? অভিযোগ জানানোর ‘সুযোগ’ দিচ্ছেন দেবাংশু

বাম আমলে চাকরির ক্ষেত্রে বঞ্চিত? অভিযোগ জানানোর ‘সুযোগ’ দিচ্ছেন দেবাংশু

কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রবল চাপে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক গ্রেফতারি সরকারের অস্বস্তি যে আরও বৃদ্ধি করেছে তা বলাই বাহুল্য। তবে এই পরিস্থিতিতেও বাম আমলকে কাঠগড়ায় তুলতে ছাড়ছে না তারা। সিপিএম আমলেও যে চাকরিতে দুর্নীতি হয়েছে তা প্রমাণ করতে এবার আসরে নেমেছে তারা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে সেই সংক্রান্ত তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছিলেন। এবার তৃণমূল কংগ্রেস দল আলাদা করে এই তালিকা তৈরি করছে। যা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন তৃণমূল আইটি সেল রাজ্যের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। 

আরও পড়ুন- ২০ হাজার শিক্ষককে শোকজ নোটিস শিক্ষা দফতরের, কাটা হবে কাদের বেতন?

ফেসবুকে এই নিয়ে পোস্ট করেছেন তৃণমূল নেতা। তাতে লিখেছেন, ”সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নাম্বার ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেইল করুন।”