মর্মান্তিক! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মর্মান্তিক! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খড়দহ: বিগত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের জেরে শহর তথা রাজ্যের অধিকাংশ এলাকা জলমগ্ন। জল না নামার কারণে চরম ভোগান্তি হচ্ছে বাসিন্দাদের। এবার এই জলের কারণ এই মর্মান্তিক পরিণতি হল খড়দহের এক পরিবারের। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন জনের। খড়দহের পাতুলিয়া আবাসনে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ‘মেদিনীপুর থেকে ১০০ ছেলে পাঠালেই ত্রিপুরা ঠান্ডা হয়ে যাবে!’ হুঁশিয়ারি সায়নীর

জানা গিয়েছে, ব্যাপক বৃষ্টির জেরে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছিল তাদের। জল সঙ্গে করে নিয়ে কোনো রকমে চলতে হচ্ছিল পরিবারের সদস্যদের। তবে আজ মোবাইলে চার্জ দেওয়ার জন্য সুইচ বোর্ডের প্লাগ গুজতেই বিদ্যুৎপৃষ্ঠ হন বাড়ির কর্তা। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী, এরপর মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বড় ছেলে! ঘরের মধ্যেই জমা জল থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। গোটা এলাকা জলমগ্ন হওয়ায় সেই সময় বাড়ির আশেপাশে খুব একটা কেউ ছিল না। কিন্তু ওই পরিবারের ছোট ছেলের চিৎকারে কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা জানান যে তাদের মৃত্যু আগেই হয়ে গিয়েছে। 

আরও পড়ুন- এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অর্জুন

আগামী কয়েক দিন একই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর৷ ইতিমধ্যে পুরসভার তরফে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা করা হলেও শহরের সিংহভাগ এলাকা জলমগ্ন৷ বিপর্যস্ত জনজীবন৷ স্বভাবতই, নাগাড়ে হয়ে চলা বৃষ্টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে সেদিকে তাকিয়ে উদ্বিগ্ন শহরবাসী৷ তথৈবচ হাল শহরতলিরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =