কলকাতা: পুলিশ লক আপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গল্ফগ্রিন থানার সব সিসিটিভি ফুটেজ রেজিষ্টারের কাছে জমা দিতে আবেদন জানায় মৃতের ভাই। বিজেপি কর্মী দীপঙ্কর সাহার মৃত্যুতে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানান হয়েছে।
আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
নিহত বিজেপি কর্মীর পরিবারের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে সব থানায় সিসি ক্যামেরা বাধ্যতামূলক। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পেলে পুলিশি অত্যাচারের বিষয়টি স্পষ্ট হবে। এমনটাই মনে করছেন তিনি। এই প্রেক্ষিতেই ওই সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গল্ফগ্রিন থানার লক আপে মারধরের ঘটনায় মৃত্যু হয় বিজেপি কর্মী দীপঙ্কর সাহার। এমনটাই অভিযোগ করেছে তার পরিবার। তাদের মূল অভিযোগ, পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে।
পরিবারের দাবি ছিল, গত ৩১ জুলাই আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহাকে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে থানায় ডেকে নিয়ে যায়। ওই রাতে গুরুতর জঘম অবস্থায় বাড়ি ফেরেন দীপঙ্কর। রাতেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। এরপর দুই হাসপাতালে নিয়ে ঘুরলেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছে দীপঙ্করের। এই ঘটনায় ইতিমধ্যেই তিন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে।