কলকাতা: নর্থ-সাউথ মেট্রোয় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪.২ কিলোমিটার দীর্ঘ পথে রেল লাইন পাতার কাজ শেষ হয়ে গিয়েছে৷ মনে করা হচ্ছিল কালীপুজোর আগেই দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটবে মেট্রো৷ তবে ডিসেম্বরের আগে কোনও ভাবেই এই বর্ধিত রেল পথ উদ্বোধন করা সম্ভব হবে না৷ এমনটাই জানালেন মেট্রো রেলওয়ের জিএম মনোজ জোশী৷ তিনি বলেন, লকডাউনের জেরে এখনও জার্মানি থেকে এসে পৌঁছয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ঘটনা রোধকারী প্রযুক্তি ট্রেন প্রটেকশন ওয়ার্নিং সিস্টেম (টিপিডব্লিউএস)৷ এর ফলেই বিলম্ব৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর গানের সুরে মাতলো নবান্নের উদ্বোধনী মঞ্চ, সঙ্গত দিলেন ইন্দ্রনীল
নর্থ-সাউথ মেট্রো প্রকল্পের কাজ শেষ করার জন্য দিন রাত কাজ করে চলেছেন রেল বিকাশ নিগম লিমিটেডের ইঞ্চিনিয়র ও কর্মীরা৷ রেল ট্র্যাক ও স্টেশনে চলছে শেষ পর্যায়ের কাজ৷ তবে টিপিডব্লিউএস না বসানো পর্যন্ত কাজ শেষ হবে না৷ এই প্রযুক্তি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে ট্রেনের চাকায় ব্রেক লাগাতে পারবে৷ অর্থাৎ আপনাআপনি দাঁড়িয়ে যাবে ট্রেন৷ জোশী বলেন, ‘‘গত মার্চ মাসেই জার্মানির সেইমেন থেকে টিপিডব্লিউএস আসার কথা ছিল৷ কিন্তু মার্চ থেকেই শুরু হয়ে যায় লকডাউন৷ তবে এর মধ্যে এই সফটওয়্যারটি চলে এলে, ডিসেম্বর মাস থেকে বর্ধিত পথে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে৷’’
আরও পড়ুন- হঠাৎ শিলিগুড়ি সফর বাতিল অমিতের! শূন্যস্থান পূরণ করবেন নাড্ডা
এর মধ্যে ট্র্যাক এবং স্টেশনের বাকি থাকা টুকটাক কাজও শেষ হয়ে যাবে৷ সোমবার দক্ষিণেশ্বর স্টেশন নিয়ে রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মেট্রো রেল কর্তৃপক্ষ৷ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হয়েছে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব ৪.২ কিলোমিটার। বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন কাজ প্রায় শেষ৷ চলছে স্টেশন সাজানোর কাজ৷ ২টি স্টেশনই তৈরি করা হয়েছে মাটির ওপরে। রয়েছে লিফট ও এসকেলেটরের ব্যবস্থা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য রয়েছে ব্যবস্থা। এই রুটে মেট্রো চলাচল শুরু হলে দক্ষিণ শহরতলির প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া থেকে মাত্র এক ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবেন দক্ষিণেশ্বর। ভাড়া মাত্র ৩০ টাকা।