মুখ্যমন্ত্রীর গানের সুরে মাতলো নবান্নের উদ্বোধনী মঞ্চ, সঙ্গত দিলেন ইন্দ্রনীল

মুখ্যমন্ত্রীর গানের সুরে মাতলো নবান্নের উদ্বোধনী মঞ্চ, সঙ্গত দিলেন ইন্দ্রনীল

ec7ef44f8224512659ebddf2e5e7a76e

কলকাতা:  মুখ্যমন্ত্রীর গানের সুরেই এদিন দুর্গা পুজোর উদ্বোধনী মঞ্চে লাগল উৎসবের ছোঁয়া৷ বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মুর্শিদাবাদ, মালদা ও নদীয়া মিলিয়ে ৬৯টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি৷ করোনা প্যান্ডেমিকের জেরেই এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে বাড়তি পাওয়া তাঁর গলায় মাতৃ বন্দনা৷

আরও পড়ুন- হঠাৎ শিলিগুড়ি সফর বাতিল অমিতের! শূন্যস্থান পূরণ করবেন নাড্ডা

নবান্নের সভাঘরে বসেই এদিন দূর্গোৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ মাকে আবাহনের সময় ইন্দ্রনীল সেনকে পুজোর গান বাজানোর নির্দেশ দেন তিনি৷ উত্তরবঙ্গের কোচবিহার টাউন দিয়ে শুরু হয় উদ্বোধন। নবান্ন থেকেই মা দূর্গাকে বরণ করেন তিনি৷ এদিন তাঁর হাতে ছিল মঙ্গল ঘট৷ মা দূর্গার কাছে সকলকে ভালো রাখার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী৷ করোনা সঙ্কট, দাঙ্গা, অন্যায়-অবিচার থেকে সকলকে মুক্ত করার প্রার্থনা জানান তিনি৷ এর পর তিনি নিজে জাগো দূর্গা গানটি করেন৷ সঙ্গত দেন ইন্দ্রনীল সেন৷ 

প্রতিবছর কলকাতার নামজাদা সার্বজনীন বারোয়ারি দুর্গা পুজোগুলি উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী৷ তবে এই বছর করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি৷ বদলে হবে ভার্চুয়াল উদ্বোধন৷ মহানগরের পাশাপাশি তাই এবার সুযোগ পাচ্ছে জেলাগুলিও৷ এদিন মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় ১০টি জেলার মোট ৬৯টি পুজোর৷ 

আরও পড়ুন- BIG BREAKING: বন্ধ হোক এবারের দুর্গোৎসব, জনস্বার্থ মামলা হাইকোর্টে

সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। উত্তর এবং দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করেনি তৃণমূল কংগ্রেস৷ তাই এবার মা’কে সামনে রেখে মুখ্যমন্ত্রী ভোটের পালে হাওয়া দেওয়ার কৌশল নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তিনি এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছেন বলেও অনেকের অভিমত৷ 

করোনা আতিমারির মধ্যে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর আরও কিছু জেলায় বৈঠক হলেও, প্রতি জেলায় তা হয়নি৷ বাকি রয়ে গিয়েছে বহু জেলা৷ তাই শারদীয়া দুর্গোৎসবকে হাতিয়ার করেই নির্বাচনের প্রচারের কাজ খানিকটা এগিয়ে রাখতে চাইছেন বলেই বিরোধীদের দাবি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *