দিঘা: আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় আসার প্রবল সম্ভাবনা হয়েছে। একই সঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত যে হতে পারে তারও আভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। আর সবকিছুর প্রভাব যে দক্ষিণবঙ্গের ওপর বেশি পড়বে তা বলাই বাহুল্য। সেই প্রেক্ষিতে আগে থেকেই সতর্ক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কারণ এই সময়ে দিঘায় পর্যটকদের ভালোই ভিড়। তাই কোনওভাবেই যাতে কোনও অঘটন না ঘটে তার প্রচেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন- হয় চাকরি দিক, না হলে..’, বুধের সকালেও অবস্থানে অনড় টেট উত্তীর্ণরা, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ
নবান্নের তরফ থেকে তো আগেই সতর্কবাণী জারি করা হয়েছে। এবার দিঘায় আসা পর্যটকদের জন্য বিশেষ নির্দেশ দিল জেলা প্রশাসন। আগামী ২২ অক্টোবর অর্থাৎ শনিবার থেকে ২৪ অক্টোবর, সোমবার পর্যন্ত দিঘায় পর্যটকদের সমুদ্রে নামার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাদের যত দ্রুত সম্ভব ফিরে আসতে বলা হয়েছে। এদিকে পর্যটকদের আরও সতর্ক করতে প্রশাসনের তরফে দিঘা সৈকতে মাইকিং শুরু করা হয়েছে।
সাইক্লোনের কথা মাথায় রেখে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও হুগলী জেলাকে বিশেষ ভাবে সতর্ক করেছে নবান্ন। প্রয়োজনে কন্ট্রোল রুম খুলতে হবে, এও জানান হয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। এই তিন জেলায় বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা নবান্নের। পাশাপশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরকে সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ নবান্নের।