‘চৌকাঠেই শুয়ে রইলেন দেবাংশু…’, তৃণমূল ত্যাগের জল্পনা মাঝেই কটাক্ষ বাম নেতার

‘চৌকাঠেই শুয়ে রইলেন দেবাংশু…’, তৃণমূল ত্যাগের জল্পনা মাঝেই কটাক্ষ বাম নেতার

f0d210b2faaf63eddc552baf142fd768

 কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা৷  দলের যুব শাখার নয়া কমিটি ঘোষণার পরেই ফেসবুকে দেবাংশু লেখেন,   ‘Left All Job At All India Trinamool Youth Congress’ ৷ অর্থাৎ  ‘যুব তৃণমূল কংগ্রেসের কাজ ছাড়লাম’৷ তবে কি অভিমানে তৃণমূল ছাড়ছেন দেবাংশু? শোরগোল পড়তেই সেই পোস্ট মুছে দেন যুব নেতা৷ কিন্তু বন্ধ হচ্ছে না বিরোধীদের মুখ৷ দেবাংশুকে কটাক্ষ করে বামেরা লিখল,  ‘চৌকাঠেই শুয়ে রইল বন্ধু দেবাংশু’। 

আরও পড়ুন-বিয়ের পিড়িতে বসে ‘ওয়ার্ক ফ্রম হোম’! ছবি ভাইরাল নেটপাড়ায়

ফেসবুকে এই পোস্টটি করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বাম নেতার এই পোস্ট নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে। ওই পোস্টে  ‘বন্ধু’ সম্বোধন করে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “চৌকাঠেই শুয়ে রইল বন্ধু দেবাংশু ভট্টাচার্য। নতুন যুব তৃনমূলের কমিটি থেকে বাদ। মুকুল, সব্যসাচী, রাজীব চৌকাঠ পেরিয়ে বিজেপি থেকে তৃনমূলে এসে নেতা হয়ে হয়ে গেল। শুধু মাঝখান থেকে বন্ধুর সাথে খেলা হয়ে গেল। শ্রেয়া পাণ্ডে, যার প্রথম এবং শেষ পরিচয় প্রয়াণত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে সেও এই কমিটির সম্পাদক। দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হিটলারকে খুঁজে পাওয়া সায়নী ঘোষ এই কমিটির সভাপতি।”

এখানেই থেমে থাকেননি তিনি৷ সায়ন আরও লিখেছেন, ‘‘বেকার যুবকদের পাশে এদের কাউকে দেখেছেন? অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে এই দাবিতে এদেরকে কোনওদিন রাজপথে দেখেছেন? SSC,TET, SLST, GROUP C GROUP D, এদের পাশে এদের কাউকে পাশে দাঁড়াতে দেখেছেন? না দেখেন নি।। তাই এই যুব না যুবা রইল না গেল তাতে বাংলার সাধারণ মানুষের কিছু যায় আসে না।”

ভোটের আগে যুব তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল করা হয়েছে। শাসক দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে অভিনেত্রী সায়নী ঘোষকে সভাপতি পদে বহাল রাখা হয়েছে৷ চারজনকে তাঁর ডেপুটি করা হয়েছে৷ তাঁরা হলেন অর্পন সাহা, সোহম চক্রবর্তী, শুভংকর সিনহা এবং সুশান্ত মাহাতো। কমিটির সম্পাদক পদ দেওয়া হয়েছে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে। কমিটিতে জায়গা পেয়েছেন একগুচ্ছ নেতামন্ত্রীর ছেলে-মেয়েরা৷