কলকাতা: যাঁরা তথ্য প্রযুক্তি বিভাগের সঙ্গে যুক্ত, তাঁদের কাছে ওয়ার্ক ফ্রিম হোমের ধারণা বেশ পুরনো৷ তবে কোভিড পরিস্থিতিতে এই ধারণার সঙ্গে পরিচিত হয় গোটা দুনিয়া৷ বাড়ি থেকে কাজ করার যেমন কিছু সুবিধা আছে, তেমনই রয়েছে অনেক অসুবিধাও৷ যে কোনও সময় ডাক পড়তে পারে৷ আর ডাক পড়লেই দিতে হবে সাড়া৷ তাও সব মিলিয়ে মানিয়ে-গুছিয়ে চলেছেন বিভিন্ন অফিসের কর্মীরা৷ কিন্তু তা বলে বিয়ের পিড়িতে বসে অফিসের কাজ! এমন নজির বোধ হয় খুব কমই আছে৷
আরও পড়ুন- বেসরকারি আইন এবং ফার্মাসি কলেজেও কোটি কোটির লেনদেন! এখানেও জড়িয়ে পার্থ
সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রতিনিয়ম পৌঁছে যাই গোটা বিশ্বের আনাচে কানাচে৷ প্রতিনিয়ত ভাইরাস হয় কত ঘটনা৷ আর তা যদি বিয়ে বাড়ি সংক্রান্ত হয়, তাহলে তো আর কথাই নেই৷ কখনও দেখা গিয়েছে বাইক চালিয়ে বিয়ের মণ্ডপে আসছেন কনে, কখনও বিয়ের আসরে কেঁদে ভাসাচ্ছেন বর, এই সব দৃশ্যই ভাইরাল হয়েছে। তা বলে বিয়ের দিনে বরকে কখনও ল্যাপটপে বসে কাজ করতে দেখেছেন? এমন ছবি যদি পোস্ট হয়, তাহলে তা ভাইরাল হতে বাধ্য। ক্যালকাটা ইনস্টাগ্রামার নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বরের এই ছবিটি শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, “যখন ওয়ার্ক ফ্রম হোম আপনাকে এই পর্যায়ে নিয়ে যায়। এমন একজন বন্ধুকে ট্যাগ করুন যাকে বিয়ের সময় এমনটা করতে দেখা যেতে পারে৷”
ইতিমধ্যে এই ছবিটি ১০ হাজারের বেশি লাইক পেয়ে গিয়েছে। যদিও ছবিটি দেখার পর অনেকেই ওয়ার্ক ফ্রম হোমের টক্সিক পরিবেশের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ মজা করে বলেছেন, “মজা বাদ দিলে, এটা খুবই টক্সিক।” এক নেটিজেন আবার এই ছবি দেখে বেশ বিরক্ত৷ তিনি লিখেছেন, “আমার কাছে এটা মজার নয়। কোনও সংস্থাই তার কর্মচারীকে নিজের বিয়ের দিনে কাজ করতে বলতে পারে না৷ এই ব্যক্তিকে জীবন এবং কাজের ভারসাম্য শিখতে হবে৷ এটা যদি অভিনয় না হয় তাহলে যে মহিলাকে উনি বিয়ে করতে চলেছেন ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।”
ভাইরাল হওয়া ওই ছবিতে ধরা পড়েছে বাঙালি বিয়ের আচার-অনুষ্ঠান। যেখানে মাথার টোপর আর ধুতি পরে বসে রয়েছেন এক বাঙালি যুবক৷ চলছে বিয়ের সকালের নিয়মকানুন৷ কিন্তু একি! তাঁর মন যে বিয়ের আচারে নেই, তিনি ব্যস্ত ল্যাপটপে৷ বিয়ের পিড়িতে বসেই করে চলেছেনঅফিসের কাজ। যাঁরা ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত তাঁরা এই চিত্রের সঙ্গে বেশ ওয়াকিবহাল৷ অফিসের প্রয়োজনে যে কোনও সময়েই তাঁদের কাজে বসতে হতে পারে। ছাড় নেই বিয়েতেও!
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>