কোভিড পরিস্থিতি সোমবার কেমন বঙ্গে? যা বলছে তথ্য

কোভিড পরিস্থিতি সোমবার কেমন বঙ্গে? যা বলছে তথ্য

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজও বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৩০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৬০০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৮৯ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১০৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ২২ হাজার ৪২৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে গত এক দিনে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান দিল্লির। দিল্লিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওড়িশা এবং গুজরাট। ওড়িশার রায়াগাদায় একটি স্কুলের ৬৪ জন পড়ুয়া একসঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে। স্কুলে করোনার এমন বাড়বাড়ন্ত দেখে রাতারাতি বন্ধ হয়েছে অফলাইন ক্লাস। অন্যদিকে একই ঘটনা ঘটেছে গুজরাটে। জানা যাচ্ছে গুজরাটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তথা NID-এর ২৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *