সংক্রমণ-মৃত্যু কমল রাজ্যে, সার্বিক কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

সংক্রমণ-মৃত্যু কমল রাজ্যে, সার্বিক কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, তবে দুই জেলার সংক্রমণ বৃদ্ধি ব্যাপক চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। যদিও গতকালের তুলনায় ওই দুই জেলায় আজ সংক্রমণ কমেছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।

আরও পড়ুন- অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হতে চলেছে

 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭০৭ জন। আক্রান্তদের মধ্যে ১২৯ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৫ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে হুগলি ও নদিয়া। একদিনে সেখানকার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৯ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩২ হাজার ৯২২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২৫ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬২০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। 

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

এদিকে আবার বাংলার বাড়ছে জ্বর আতঙ্ক। দেশের করোনা পরিস্থিতির মধ্যেই বাংলার এই পরিস্থিতি মোটেই স্বস্তি দিচ্ছে না। কারণ, একটি রাজ্যের জন্য গোটা দেশের কোভিড চিত্র বদলে যেতে পারে। যেমন হচ্ছে কেরল নিয়ে। সেখানেই দেশের মোট আক্রান্তের সিংহভাগ অংশ। এর মধ্যেই আবার একাধিক জ্বরের আতঙ্ক গ্রাস করেছে বাংলাকে। করোনা ভাইরাসের কারণে জ্বর তো রয়েছেই, এর সঙ্গে ধরা পড়ছে স্ক্রাব টাইফাস, ডেঙ্গি, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু’র মত রোগ। সব মিলিয়ে সার্বিক চিত্রটা খুবই আতঙ্কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *