টিকাকরণে গতি আনতে নয়া অ্যাপ আনল রাজ্য, জানুন স্লট বুকের পদ্ধতি

টিকাকরণে গতি আনতে নয়া অ্যাপ আনল রাজ্য, জানুন স্লট বুকের পদ্ধতি

1d4d7d4df65ecec05b0844cf6da8ab16

কলকাতা:  করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত তোলপাড়া হয়েছে গোটা দেশ৷ এই ঢেউ আছড়ে পড়েছিল বাংলার উপরেও৷ পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কার্যত লকডাউন৷ এই বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি৷ তবে আশঙ্কা এখন তৃতীয় ঢেউয়ের৷ তাই আরও বেশি করে জোড় দেওয়া হচ্ছে টিকাকরণে৷ সেই উদ্দেশেই নয়া অ্যাপ আনল রাজ্য সরকার৷ এই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে টিকার স্লট৷ 

আরও পড়ুন- এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর শুরু হচ্ছে জাইকোভ ডি-র ট্রায়াল

এতদিন টিকা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কোউইন অ্যাপে স্লট বুক করতে হত৷ এবার কোউইনের পাশাপাশি রাজ্য সরকারের এই অ্যাপেও ভ্যাকসিনের স্লট বুক করা যাবে৷ নয়া অ্যাপটি উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম৷  এই অ্যাপটির নাম সিভিআর (CVR)৷ রাজ্যের নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে৷ জানা গিয়েছে, এই অ্যাপে ঢোকার পর একটি নম্বর (৮৩৩৫৯৯৯০০০) আসবে৷ ওই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে৷ তাহলেই মোবাইল স্ক্রিনে সমস্ত তথ্য চলে আসবে৷ 

আরও পড়ুন- জামাইষষ্ঠীতে স্বস্তি! আগামীকাল ছুটি ঘোষণা রাজ্যের

ভ্যাকসিনের গতি আরও ত্বরাণ্বিত করতেই এই অ্যাপ আনা হচ্ছে৷ এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের টিকা নেওয়ার ক্ষেত্রে এই অ্যাপ অনেকটাই সাহায্য করবে৷ সেই সঙ্গে কেন্দ্রকে একহাত নিয়ে বলেন, কোউইন অ্যাপে মাঝে মধ্যেই সমস্যা হয়৷ সার্ভার ডাউন হয়ে যায়৷ যার জেরে সাধারণ মানুষকে ভুগতে হয়৷ এই দুর্ভোগ মেটাতেই নয়া অ্যাপ চালু করল রাজ্য সরকার৷ পাশাপাশি কোয়েস্ট মলে ড্রাইভ ইন ভ্যাকসিন প্রকল্প শুরু করেছে কলকাতা পুরসভা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *