এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর শুরু হচ্ছে জাইকোভ ডি-র ট্রায়াল

এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর শুরু হচ্ছে জাইকোভ ডি-র ট্রায়াল

9da970a7e7c4fcf6814a5d43168a0d29

কলকাতা:  করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ তৃতীয় ঢেউয়ে শিশুদের উপর আঘাত আসতে পারে বলেও মনে করা হচ্ছে৷ সেই আশঙ্কা থেকেই সতর্ক সরকার৷ জোড় দেওয়া হচ্ছে ছোটদের টিকাকরণেও৷ এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর শুরু হতে চলেছে কোভিড টিকার ট্রায়াল৷ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ বৃহস্পতিবার থেকে এই ট্রায়াল শুরু হচ্ছে৷ ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে সেখানে৷   

আরও পড়ুন- জামাইষষ্ঠীতে স্বস্তি! আগামীকাল ছুটি ঘোষণা রাজ্যের

প্রসঙ্গত, জানুয়ারি মাসের গোড়াতেই দেশজুড়ে শুরু হয়েছিল ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিনের ট্রায়াল৷ তবে এই ট্রায়াল হয়েছিল প্রাপ্ত বয়স্কদের উপর৷ এই ট্রায়ালেরই অংশ হিসাবে ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর এবার এই টিকা প্রয়োগ করা হবে৷ গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হচ্ছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর এই ট্রায়াল৷ ১০০ জনের উপর এই ট্রায়াল হবে৷ ট্রায়াল সফল হলে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এই টিকায় অনুমোদন দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে৷ 

ভারতের হাতে ইতিমধ্যেই রয়েছে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং রাশিয়ার তৈরি স্পুটনিক ভি৷ জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি –র ট্রায়াল সফল হলে খুব শীঘ্রই এই টিকা বাজারে চলে আসবে৷ সেক্ষেত্রে এটি হবে ভারতের চতুর্থ টিকা৷ প্রাপ্ত বয়স্কদের উপর উপর এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়ে গিয়েছে৷ সাধারণ কোভিড টিকা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়৷ কিন্তু জাইডাসের ভ্যাকসিন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠিক থাকে বলে জানা গিয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *