কলকাতা: সোমবার হয়নি, তবে আজ হল। আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। ৮২ পাতার রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিল সিট। কিন্তু আনিসের বাবাকে নিয়ে কড়া নির্দেশ দিয়েছে আদালত। যদিও তিনি তাঁর মন্তব্য নিয়ে ক্ষমা না চান তাহলে দায়িত্ব থেকে সরে যাবে খোদ বিচারপতি, এমন জানান হয়েছে স্পষ্ট ভাবে। আনিসের বাবার বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগ। ঠিক ঘটনাটি কী?
আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি
আসলে আনিস হত্যাকাণ্ডে সোমবার আদালতে জমা পড়ার কথা ছিল সিটের রির্পোট। কিন্তু গতকাল আদালতেই আসেননি বিচারপতি। ফলে জমা পড়েনি সেই রিপোর্ট। তার প্রেক্ষিতেই গুরুতর প্রশ্ন তোলেন আনিসের বাবা। বলে বসেন, বিচারপতি শারীরিকভাবে অসুস্থ হলেন, নাকি মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য চাপ দেওয়া হল, তা তিনি জানেন না। এই মন্তব্যের জন্যই তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। বিচারপতি বক্তব্য, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি নিজে সরে দাঁড়াবেন মামলার বিচারের দায়িত্ব থেকে। তাঁর কথায়, আনিসের বাবা যে আদালতের কাছে বিচার চাইছেন, তাকেই অপমান করছেন।
আজ আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনার শুনানিতে আনিস খানের বাবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে। সেখানেই বিচারপতি বলেন, তাঁকে নিয়ে সমস্যা হলে তিনি মামলা ছেড়ে দেবেন। যদিও মামলাকারির পক্ষের আইনজীবী শামীম আহমেদ জানান আবেগের বশে এই মন্তব্য করেছেন তিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই ঘটনার জন্য তিনি খুবই দুঃখিত। গ্রামের মানুষ, সৎ ভদ্র মানুষ হয়তো তিনি আবেগের বশে এই ধরণের মন্তব্য করেছেন।